বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল মরিয়া চেষ্টা করেও বিরাট কোহলি (Virat Kohli) পারেননি। নিজে শতরান করেছিলেন এবং দলকে ২০০-র কাছাকাছি স্কোর অবধি পৌঁছে দিয়েছিলেন। ফিল্ডিংয়েও নিজের সবটা দিয়ে প্রচেষ্টা করেছিলেন। কিন্তু শুভমান গিলের শতরানে ভর করে ম্যাচ জিতে নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এবং আরসিবির (RCB) আইপিএল জেতার স্বপ্ন আরও একবার স্বপ্নই থেকে গেছে।
তবে বিরাট কোহলি শেষ দুটি আইপিএল ম্যাচে শতরান করে একটি অসাধারণ রেকর্ড নিজের নামে করে নিয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করে বিরাট কোহলি নিজের এই আইপিএলের প্রথম শতরানটি পেয়েছিলেন। এরপর গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধেও সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
দলকে ম্যাচ না জেতাতে পারলেও কোহলি একটি বড় রেকর্ড গড়েছেন। এর আগে আইপিএলের মঞ্চে সবচেয়ে বেশি শতরান করার রেকর্ড ছিল ক্রিস গেইলের নামের পাশে। আরসিবি ও কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সি গায়ে চাপিয়ে তিনি মোট ৬টি শতরান করেছিলেন।
কিন্তু এই আইপিএলে বিরাট, গেইলের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন। এখন বিরাট কোহলির নামের পাশে রয়েছে মোট ৭টি আইপিএল শতরান। এর প্রতিক্রিয়ায় গেইল মারাত্মক একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে আগামী বছর তিনি বিরাট কোহলিকে দেখে নেবেন।
আসলে ধারাভাষ্য ও ক্রীড়া বিশ্লেষকের কাজ করতে গিয়ে এই মন্তব্যটি মজা করেই করেছিলেন ক্যারিবিয়ান তারকা। তিনি মজা করে বলেছেন, “আমি অবসর ভেঙে ফিরছি এবং আগামী বছর আমি তোমায় দেখে দেখে নেবো।” তিনি আরও যোগ করে বলেছেন, “বিরাট কোহলিকে নিয়ে কোনওদিন সন্দেহ করবেন না। ম্যাচে লড়াইটা শুধুমাত্র কোহলি এবং গোটা গুজরাট টাইটান্সের মধ্যে হয়েছে।”