হিন্দু সংগঠনের পতাকায় ঝুলছে গোমাংসের প্যাকেট! উত্তপ্ত জামশেদপুর, মোতায়েন বিরাট পুলিস বাহিনী

বাংলা হান্ট ডেস্ক : অশান্ত জামশেদপুর (Jamshedpur)। ধর্মীয় পতাকার ঝুলিয়ে দেওয়া হল মাংসের টুকরো। আর এর জেরেই উত্তাল হয়ে উঠলো শিল্প নগরী। জানা যাচ্ছে, হিন্দু ধর্মের একটি সংগঠনের পতাকায় মাংস ঝুলিয়ে দেওয়া হয়। তারপরই তাঁদের পতাকাকে অশুদ্ধ করা হয়েছে এই দাবি তুলে বিক্ষোভ দেখায় ওই সংগঠনের সদস্যরা।

গত ৮ এপ্রিল শনিবারের ঘটনা এটি। জামশেদপুরের শাস্ত্রীনগর তুলকালাম হয়ে ওঠে। জানা যাচ্ছে, এই এলাকার ব্লক ৩ এর মোড়ের কাছে কিছু ধর্মীয় পতাকা লাগানো ছিল। সেই পতাকার সঙ্গেই ঝুলিয়ে দেওয়া হয় মাংসের প্যাকেট। ঘটনার কথা জানতে পারে হিন্দু সংগঠন। তার সদস্যরা সেখানে পৌঁছেই বিক্ষোভ দেখাতে শুরু করেন।

jamshedpur 2

সমবেত ভাবে দেওয়া স্লোগান। এরপরউ ঐক্যবদ্ধ হতে শুরু করে মুসলিমরাও। পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে এলাকা পৌঁছায় বিরাট পুলিস বাহিনী। হিন্দু সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় যারা এই কাজ করেছে তাঁদের শাস্তি দিতেই হবে। নাহলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা।

পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে পুলিস বাহিনী। পলিথিন ব্যাগে রাখা গোমাংসকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। প্রায় ঘন্টা খানেক ধরে চেষ্টা অবশেষে হিন্দুদের শান্ত করার চেষ্টায় সফল হয় প্রশাসন। পুলিস দেয় যত শীঘ্র সম্ভব অপরাধীদের খুঁজে বের করে তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে।

এই ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন রাস্তা আটকে জ্বালানো হয় টায়ার। রাস্তায় বসে সদস্যরা শুরু করে হনুমান চালিসা পাঠ। তারপর বিরাট সংখ্যায় ভক্তরা আরতি শুরু করে। শুধু তাই নয়, যে মোড়ে এঔ কাণ্ড ঘটানো হয়েছে তার নাম বজরং চক করার দাবিও উঠে আসে। শুধু তাই নয়, ওই মোড় থেকে মাংসের দোকানকে সরিয়া দেওয়ার দাবিও জানানো হয়।

Sudipto

সম্পর্কিত খবর