সাত সকালেই মহারাষ্ট্রে উঠে গেল রাষ্ট্রপতি শাসন! ক্ষুব্ধ কংগ্রেস ও শিব সেনা

বাংলা হান্ট ডেস্ক :ঘড়িতে তখন বাজে ভোর 5:47 মিনিট, মারাঠা ঘুম তখনও তন্দ্রাচ্ছন্ন কিন্তু যেন ঘুম চোখেই তুলে নেওয়া হল রাষ্ট্রপতি শাসন। কোনও রাজনৈতিক দলকেই ঘুণাক্ষরে টের পেতে দেয়নি, শুধুমাত্র এনসিপি ও বিজেপি তত্পর ছিল আর তার মধ্যেই গোটা মহারাষ্ট্র রাজ্যের ভোল বদল হয়ে গেল। সকলের ঘুম ভাঙার আগেই মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করে নিলেন রামনাথ কোবিন্দ। 23 নভেম্বর থেকেই মহারাষ্ট্রে বিজেপি সরকারের পথচলা শুরু হলে।Sonia Gandhi and Uddhav Thackeray

সাত সকালে মাস্টার স্ট্রোক দিয়ে দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন, শনিবার সকাল আটটা দশ মিনিট নাগাদ মহারাষ্ট্রের রাজভবনে ভগত সিংহ কেশিয়াড়ির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ এবং এনসিপি বিধায়ক অজিত পাওয়ার। দেবেন্দ্র ফডণবীসের শপথ গ্রহণের পর টুইটে প্রতিক্রিয়া জানিয়েছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ।

এই নিয়ে দ্বিতীয় বারের জন্য মহারাষ্ট্রের রাশ উঠলেও বিজেপির হাতে তবে বিজেপির এই গোপন সিদ্ধান্তের জেরেই এত বড় মাস্টার স্ট্রোক হবে তা বোধহয় ঘুণাক্ষরেও টের পায়নি কংগ্রেস এবং এনসিপি তাই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস ও শিবসেনা। সত্যিই তো শুক্রবার রাত অবধি যে উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল শনিবার সকাল হতে না হতেই পট পরিবর্তন

পাঁচ বছরের শাসক হওয়ার বদলে একেবারে বিরোধী দলে নাম লেখাতে হল। অন্য দিকে কিছুটা হলেও এনসিপি বিশ্বাসঘাতকতা নিয়েও ক্ষুব্ধ বলা চলে কারণ এতদিন অবধি যে এনসিপির সঙ্গে কংগ্রেস এবং শিবসেনা জোট বেঁধেছিল হঠাত্ এক লহমায় তা ভেঙে চুরমার হয়ে গেল।


সম্পর্কিত খবর