‘আর কোনো অস্থায়ী কর্মী নিয়োগ নয়..,’ বিরাট নির্দেশ জাস্টিস সিনহার, কী জানাল হাইকোর্ট?

বাংলা হান্ট ডেস্কঃ রাত পোহালেই নির্বাচনের ফলাফল। আগামীকাল ২০২৪ লোকসভা ভোটের (Loksabha Vote 2024) গণনা। তার আগেই সোমবার বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) অবকাশকালীন বেঞ্চের নির্দেশ, ভোট গণনাকেন্দ্রের টেবিলে কোনও অস্থায়ী কর্মীকে বসানো যাবে না। আদালত সাফ জানিয়েছে, যে সব জায়গায় অস্থায়ী কর্মীদের কাজে লাগানো হবে, সেখানে গাইডলাইন অনুযায়ী তারা যাতে ভোট গণনার টেবিলের কাছে না যেতে পারেন তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে।

হাওড়া ও বালি পুরসভার চুক্তিভিত্তিক কর্মীদের গণনার কাজে নিয়োগ করা হয়েছে, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। এদিন মামলাকারীর আইনজীবী জানান ডিসিআরসি-র মতো গুরুত্বপূর্ণ জায়গায় পুরো দায়িত্ব অস্থায়ী কর্মীদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

   

শুনানি চলাকালীন আদালতে মামলাকারীর সওয়াল, “গণনায় যেখানে সব সরকারি কর্মীদের নিয়োগ করার কথা সেখানে বেআইনিভাবে চুক্তি ভিত্তিক কর্মীদের কাজে নিযুক্ত করা হয়েছে।” পাল্টা কমিশনের আইনজীবী বলেন, “গণনার কাজে চুক্তিভিত্তিক কাউকে নেওয়া হয়নি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পোলিং অফিসারদের মধ্যে কেউই চুক্তিভিত্তিক কর্মী নন। এমন কোনও প্রমাণও মামলাকারী দিতে পারেননি।”

Calcutta High Court on Priyanka Tibrewal plea about Sandeshkhali visit

আরও পড়ুন: কাল থেকে হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা! দক্ষিণবঙ্গের কোথায় কোথায় স্বস্তির বৃষ্টি? আবহাওয়ার খবর

সব পক্ষের বক্তব্য শুনে বিচারপতি সিনহার নির্দেশ, অঙ্গনওয়ারি কর্মী, আংশিক সময়ের শিক্ষক-শিক্ষিকা, সিভিক ভলান্টিয়ার বা ওই স্থানীয় কোনও অস্থায়ী কর্মীকে কোনোমতেই গণনার কাজে নিয়োগ করা যাবে না। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে ভোটে কর্মী নিয়োগ করতে হবে। কমিশনের গাইডলাইন যাতে সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর