বেশি খেলতে গেলে শীতলকুচির মতো খেলে দেব! দিলীপের পর বিতর্কিত মন্তব্য সায়ন্তনের

বাংলাহান্ট ডেস্কঃ দিলীপ ঘোষের পর শীতলকুচি (shitalkuchi) নিয়ে বিতর্কিত মন্তব্যে জড়ালেন সায়ন্তন বসু (Sayantan Bose)। জলপাইগুড়ির ধুপগুড়িতে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে শীতলকুচির প্রসঙ্গ টেনে বিতর্কিত মন্তব্য করলেন সায়ন্তন বসু। যা ঘিরে আবারও সরগরম রাজ্য রাজনীতি।

শীতলকুচির ঘটনার পর বরানগরে ভোট প্রচারে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। তিনি বলেছিলেন, ‘আগামী ১৭ ই এপ্রিল পঞ্চম দফার ভোট। ভোট দিতে সমস্যা হলে আমরা আছি, থাকবে বাহিনীও। কোন জায়গায় বাড়াবাড়ি করলেই শীতলকুচির কথা মনে আছে তো? জায়গায় জায়গায় শীতলকুচি হয়ে যাবে’।

kmcncdccbcbcbbb

দিলীপ ঘোষের এই মন্তব্যের পর নানারকম তর্ক বিতর্ক শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। দিলীপ ঘোষের মন্তব্যের রেশ কাটতে না কাটতেই আবারও শীতলকুচির প্রসঙ্গ টেনে বিতর্কিত মন্তব্য করলেন সায়ন্তন বসু। জলপাইগুড়ির ধুপগুড়িতে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে তিনি বলেন, ‘প্রথমবার ভোটার হওয়া আনন্দ বর্মনকে ভোট দেওয়ার আগেই সকালে মেরে দিল। এই ঘটনার পর বেশিক্ষণ সময় লাগেনি, তারপরই ৪টে কে ৪ ঘণ্টার মধ্যেই পথ দেখানো হয়েছে’।

এরপর তিনি আরও বলেন, ‘আমি সায়ন্তন বসু বলছি- বেশি খেলা হবে করোনা, শীতলকুচির খেলা হয়ে যাবে কিন্তু। এক মারোগে তো চার মারেঙ্গে, আর শীতলকুচিতেও তাই হল’।

সায়ন্তন বসুর এই মন্তব্যের পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল শিবির। তাপস রায় বলেছেন, এগুলো স্বৈরাচারী বক্তব্য। নির্বাচন কমিশনকে বলব, এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে। আত্মরক্ষার্থে নয়, খেলবার জন্য শীতলকুচি!


Smita Hari

সম্পর্কিত খবর