বাংলাহান্ট ডেস্ক : অনেকেরই স্বপ্ন থাকে নিজস্ব বাড়ি কেনার। বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি মাঝেমধ্যেই গ্রাহকদের আকর্ষণ করতে নিয়ে আসে আকর্ষণীয় সব অফার। তবে এই রিয়েল এস্টেট কোম্পানি এমন বিজ্ঞাপন নিয়ে এসেছে যা শুনলেও আপনি ছি ছি করবেন। । ‘বাড়ি কিনলে বিনামূল্যে পেয়ে যাবেন স্ত্রী’!
এমন বিজ্ঞাপন দিয়ে খবরের হেডলাইনে এই রিয়েল এস্টেট কোম্পানি। চিনের একটি রিয়েল এস্টেট কোম্পানি এমন অফার নিয়ে এসেছে। চিনে রিয়েল এস্টেট সেক্টর এই মুহূর্তে বেশ দুর্বল জায়গায় রয়েছে। এই আবহে বিক্রি বাড়ানোর জন্য এই রিয়েল এস্টেট কোম্পানি দিল ন্যাক্কারজনক বিজ্ঞাপন। প্রায় দেউলিয়া হওয়ার পথে চিনের সবচেয়ে বড় রিয়েল এস্টেট কোম্পানি এভারগ্রান্ড।
আরোও পড়ুন : ব্রেন স্ট্রোকের পর হাসপাতালে! এখন কেমন আছেন মিঠুন চক্রবর্তী? দেখা করে জানালেন দেবশ্রী
রিয়েল এস্টেট বাজারে এতটা খারাপ অবস্থার জন্য চিনের ৪ টি বড় শহরে ১১ থেকে ১৪ শতাংশ কমে গেছে বাড়ির দাম। এমনকি ৬ শতাংশ কমে গেছে নতুন বাড়ির বিক্রির হারও। চিনে রিয়েল এস্টেট বাজারে মন্দার মধ্যে তিয়ানজিন-ভিত্তিক একটি কোম্পানি বাড়ি বিক্রির জন্য অভিনব বিজ্ঞাপন দিয়েছে।
এই বিজ্ঞাপনে সংস্থা বলছে, ‘বাড়ি কিনুন, বিনামূল্যে স্ত্রী পান’। এই বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর চারদিকে নিন্দার ঝড় ওঠে। ভাইরাল হয়ে যায় এই বিজ্ঞাপন। এই আবহে প্রতিবাদ উঠে আসতে থাকে বিভিন্ন ক্ষেত্র থেকে। তারপর এই রিয়েল এস্টেট কোম্পানিকে বাজার নিয়ন্ত্রক ৪১৮৪ ডলার জরিমানা করে, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৩.৫ লক্ষ টাকা।