সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে সমর্থনের অভিযোগ, পুলিশ পৌঁছনোর আগেই রিজুয়ান কুরেশিকে রাস্তায় ফেলে ধোলাই জনতার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ভারত পাকিস্তান (Pakistan) সংঘাতের আবহে সোশ্যাল মিডিয়াতেও বিশেষ নজরদারি চালাচ্ছে প্রশাসন। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু শেয়ার বা পোস্ট করতে নিষেধ করা হচ্ছে যাতে উত্তেজনা আরো বাড়ে। দেশবিরোধী বা উসকানিমূলক পোস্ট করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বারাসত পাকিস্তানকে (Pakistan) সমর্থনের অভিযোগে গণপিটুনি

এবার আরেকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটল বারাসতে। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের (Pakistan) সমর্থনে পোস্ট করার অভিযোগে গণপিটুনির শিকার হন এক যুবক। পরে পুলিশ আসলে দায়ের করা ড়য় লিখিত অভিযোগ। ঘটনাস্থল বারাসত চাপাডালি মোড়। সেখানেই এক মাংস বিক্রেতা রিজুয়ান কুরেশি সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে (Pakistan) সমর্থন করে ভারত বিদ্বেষী পোস্ট করেন বলে অভিযোগ।

Controversy for supporting Pakistan in social media post

ব্যাপারটা কী ঘটেছে: খবর পেয়ে সোমবার ককএকদল ক্ষুব্ধ যুবক তার দোকানে গিয়ে বন্ধ করে দেন দোকান। উত্তেজনা বাড়তেই হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। উন্মত্ত জনতা পুলিশ পৌঁছানোর আগেই গণপিটুনি দেওয়া শুরু করে অভিযুক্ত যুবককে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বারাসত থানার পুলিশ।

আরো পড়ুন : পরপর দু রাত ‘শান্ত’ কাশ্মীর, সংঘর্ষ বিরতিতেই রাজি পাকিস্তান, কী আলোচনা হল DGMO বৈঠকে?

পলাতক অভিযুক্ত: অভিযুক্ত যুবক রিজুয়ান কুরেশি এবং তার দলবল সকলেই পলাতক। তবে এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ (Pakistan)। সেই সঙ্গে কারা পুলিশ পৌঁছানোর আগেই আইন হাতে তুলে নিল তাদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে বলে খবর।

আরো পড়ুন : ফাটলই না মিসাইল! চিনের ‘বিশ্বাসঘাতকতা’য় মাথায় হাত পাকিস্তানের, ভারতের কাছে মুখ পুড়িয়ে জলে কোটি কোটি টাকা

প্রসঙ্গত, সম্প্রতি দাইহাটের মোকামপাড়ায় মিলন শেখ নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ ওঠে, সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্টে তিনি লেখেন, ‘যুদ্ধে জড়াতে না জড়াতেই পাকিস্তানের (India-Pakistan) কাছে পরাজয় স্বীকার করল ভারত’। সঙ্গে আবার্ন ননঞ্জনগুদ ননঞ্জনগুদ যুদ্ধবিধ্বস্ত এলাকার বেশ কিছু আপত্তিজনক এবং বিভ্রান্তিকর ছবিও জুড়ে দেন যুবক। সোমবার কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় ধৃতকে। আদালতে ধৃত মিলন শেখকে ৭ দিনের জন্য পুলিশি হেফাজতে (India-Pakistan) রাখার আবেদন জানানো হয়।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X