‘টাকা দেওয়া হচ্ছে, বিনিময়ে…’, সন্দেশখালিতে TMC নেত্রীর ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে অত্যাচার, মহিলা নির্যাতনের অভিযোগ তুলে গত প্রায় একমাস থেকে জ্বলছে সন্দেশখালি (Sandeshkhali)। এলাকার বেতাজ বাদশা শাহজাহান শেখ ও তার সঙ্গী উত্তম, শিবুদের শাস্তির দাবি জানিয়ে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সন্দেশখালির মানুষেরা। পুলিশি ‘তৎপরতায়’ ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তৃণমূল (Trinamool Congress) নেতা শিবু হাজরা , উত্তম সর্দার। গ্রামবাসীর ভুরিভুরি অভিযোগ তাদের বিরুদ্ধে। সেই সবের কিনারা না হতেই এবার সন্দেশখালিতে শাসকদলের প্রতিনিধির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ।

সম্প্রতি দীপিকা পোদ্দার নামে সন্দেশখালির পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে তৃণমূল নেত্রী সন্দেশখালির বাসিন্দা এক মহিলাকে তার পাওনা টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বলছেন, ‘টাকা তো পাইয়ে দিচ্ছে। সমর্থন করবেন তো?’ এই ভিডয়ো প্রকাশ্যে আসায় শোরগোল পড়ে গিয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি টিম বাংলা হান্ট।

অভিযোগ কেবল একজনকেই নয়, সন্দেশখালির বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় বাসিন্দাদের নাকি টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এই প্রতিশ্রুতিই নেওয়া হচ্ছে। তৃণমূল প্রতিনিধির এমন ভিডিও সামনে আসতেই ময়দানে নেমেছে বিরোধীরা। এই বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘সন্দেশখালিতে যা ঘটেছে, তার সবটাই গণরোষের ফল। তৃণমূল যদি ভাবে এ ভাবে টাকা দিয়ে দিয়ে আবার তারা মানুষের সমর্থন আদায় করবে, তা হলে মূর্খের স্বর্গে বাস করছে।’’

sandeshkhali

আরও পড়ুন: ‘তাড়াহুড়ো কিসের? কী প্রয়োজন…’, সন্দেশখালি নিয়ে বিরাট পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের

সন্দেশখালিতে ‘ড্যামেজ কন্ট্রোলে’ নেমেছে শাসকদল। শাহজাহান ও তার সঙ্গীদের বিরুদ্ধে স্থানীয়দের ঠকিয়ে তাদের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। এক দুটি নয়, কয়েক শত অভিযোগ। ভোটের আবহে তৃণমূল নেতাদের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ প্রশমনে নেমেছে শাসকদল। উত্তম-শিবুরা যাদের জমি নিয়েও লিজ়ের টাকা দেননি বলে অভিযোগ উঠেছে , তাদের পাওনা মেটানোর দায়িত্ব নিয়েছে তৃণমূল। অভিযোগকারীদের বাড়ি বাড়ি গিয়ে কথা বলছেন শাসকদলের প্রতিনিধিরা। সেই প্রতিনিধি টিমের তৃণমূল নেত্রী দীপিকা ভিডিওই এখন ভাইরাল। যেই ভিডিওতে দেখা যাচ্ছে ভোটে সমর্থনের বিনিময়ে সাহায্যের আশ্বাস দিচ্ছেন তারা।

ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা বসিরহাটে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা সুজিত বসু বলেন, ‘‘এ বিষয়ে কিছু জানি না। না জেনে কিছু বলতে পারব না।’’ দলীয় সূত্রে খবর, যাদের টাকা ফেরত পাওয়ার কথা, তাদের টাকা ফেরত দিতে স্থানীয় ভাবে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে তৃণমূল। তবে সেই দলে দীপিকা পোদ্দার নেই।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর