দেশবাসীর জন্য স্বস্তির খবর! আগস্টেও নিম্নমুখী রান্নার তেলের দাম, দেখুন কতটা কমল

বাংলাহান্ট ডেস্ক : বিশ্ববাজারে আগেই ভোজ্য তেলের দাম কমেছিল অনেকখানি । বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে এবারে চলতি মাসেই অভ্যন্তরীণ বাজারেও ভোজ্য তেলের দাম কমানোর পথে হাঁটছে দেশীয় তেল উৎপাদনকারী সংস্থাগুলি। গত জুলাই মাসে খাদ্য উৎপাদনকারী সংস্থা আদানি উইলমার প্রতি লিটারে ভোজ্যতেলের দাম কমানোর কথা ঘোষণা করেছিল ৩০ টাকা ।

দিনের পর দিন সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধিতে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের কিন্তু এবারে চলতি মাস থেকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে সাধারণ মানুষ। খুচরো বাজারে ভোজ্য তেলের দাম কমেছে বেশ খানিকটা। তেল উৎপাদনকারী সংস্থাগুলি খাদ্য উপভোক্তা মন্ত্রকের সঙ্গে বিশ্ববাজারে মূল্য হ্রাসের পর বৈঠকে বসে ছিলেন এবং তারপরে স্থির করা হয় ভোজ্য তেলের খুচরো দাম অগাস্ট মাস থেকে কমানো হতে পারে। বিশ্ববাজারে দাম কমবে অভ্যন্তরীণ বাজার কেন সেই সুবিধা থেকে বঞ্চিত হবে তাই দেশের মানুষকে সুবিধা দিতে এবার সরকার অভ্যন্তরীণ বাজারেও তেলের দাম কমালো

খাদ্য দপ্তরের তরফে জানা যাচ্ছে যে ভোজ্য তেলের দাম বিশ্ববাজারে কমার পর অভ্যন্তরীণ বাজারেও কমতে পারে ১০ থেকে ১২ টাকা পর্যন্ত। গত মাসে ভোজ্য তেলের দাম কমেছিল কিছুটা। কিন্তু তৈল নির্মাতারা মনে করেন বিশ্বব্যাপী দাম কমায় এখনো অভ্যন্তরীণ বাজারেও ভোজ্য তেলের দাম আরো খানিকটা কমানো যায়।

গত জুলাই মাসে খাদ্য পন্য প্রস্তুতকারক সংস্থা আদানি উইলমারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে ভোজ্য তেলের দাম ৩০ টাকা কমানো হয়েছে। সংস্থাটি তরফ থেকে জানানো হয়েছিল যে বিশ্বব্যাপী দাম কমার পর সমস্ত সিদ্ধান্ত নিয়েছে, ভোজ্যতেলের মূল্যেও কিছুটা কাটছাঁট করার। ভারত তার ভোজ্য তেলের এক-তৃতীয়াংশ বাইরে থেকে আমদানি করে। সাম্প্রতিক মাস গুলিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে পাম তেলের আমদানি কমেছিল অনেক খানি সেই কারণে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়েছিল বিশ্ব বাজার সহ, অভ্যন্তরীণ বাজারেও।

তবে গত কয়েক মাস ধরে ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। যার জেরে বিশ্ববাজারে ভোজ্য তেলের তথা পাম তেলের দাম কমেছে অনেকখানি। বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমার পর কেন্দ্র তেল উৎপাদনকারী সংস্থাগুলির সাথে পরপর তিনটি বৈঠক করেছে। কারণ হলো ভারত ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে পাম তেল আমদানি করে এবং রাশিয়া, ইউক্রেন ও ব্রাজিল থেকে আমদানি করে সয়াবিন তেল ও সূর্যমুখী তেল। তবে সর্বোপরিভাবে ভোজ্য তেলের ওপর প্রতি লিটারে ১০ থেকে ১২ টাকা কমায় এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর