বাংলাহান্ট ডেস্কঃ করোনার ( corona) জেরে ভারত(india) ভিসা ( Visa) স্থগিত করার ঘোষণা করার পর বৃহস্পতিবার আকাশপথ, সড়ক ও রেলপথ ও নৌ-পথের যোগাযোগ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ (Bangladesh)। পাসপোর্টধারী (Passport) যে সকল বাংলাদেশি ভারতে রয়েছে, তারা বাংলাদেশে ফিরে আসতে পারবেন।
এদিন করোনাভাইরাসের কারণে প্রবাসী বাংলাদেশিরা যে যে দেশেই রয়েছেন, সেখানেই দেশে থাকুন’ পরামর্শ দিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বর্তমানে সারা পৃথিবীতে বিশেষ একটি পরিস্থিতি চলছে। এই অবস্থায় চিন, ইটালি, ইরান ও দক্ষিণ কোরিয়ার সব রকম ভিসা বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন বিদেশমন্ত্রী। এদিন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠক একথা জানান কথা ড. মোমেন।
করোনাভাইরাসের কারণে বাংলাদেশে মুজিববর্ষের অনুষ্ঠান-সহ মহান বিজয় ও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান, সভা-সমাবেশ সবকিছুই স্থগিত করে দেওয়া হয়েছে। যা কার্যকর থাকবে একমাস পর্যন্ত। এরই মধ্যে ভারত ভিসা স্থগিত করার ঘোষণা করার পর বৃহস্পতিবার আকাশপথ, সড়ক ও রেলপথ ও নৌ-পথের যোগাযোগ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।
ঢাকার শ্যামলী বাস সার্ভিস-এর কাউন্টারম্যান মাসুদ জানান, তাঁদের রাতের গাড়ি কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে, শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে। বুধবার ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে একমাসের জন্য ভিসা স্থগিত করে দেওয়া হয়েছে। এরফলে ভারত-বাংলাদেশের মধ্যে একমাস সমস্ত যাতায়ত বন্ধ হয়ে গেল। তবে বৈধ পাসপোর্টধারী যে সকল বাংলাদেশি ভারতে রয়েছে, তারা বাংলাদেশে ফিরে আসতে পারবেন।
প্রবাসীদের উদ্দেশ্যে ড. মোমেন বলেন, ‘যে কোনও ধরনের সমস্যা হলে মিশনের সঙ্গে করুন। আপনাদের সেবায় বিভিন্ন দেশে আমাদের মিশনগুলো দিনরাত ২৪ ঘণ্টা খোলা রয়েছে। খামোখা তাড়াহুড়ো করে দেশে আসার কোনও প্রয়োজন নেই। বরং আক্রান্ত দেশ থেকে কেউ আসলে তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া কুয়েত-কাতারসহ বিভিন্ন দেশ থেকে যারা এসেছেন, তাদের ফিরে যাওয়া নিয়ে চিন্তার কোনও কারণ নেই। অযথা হেলথ সার্টিফিকেটের জন্য কোথাও দৌড়ঝাঁপ থেকে বিরত থাকার পরামর্শ দেন বিদেশমন্ত্রী।
এদিকে ভারতীয় দূতাবাস সূত্র জানিয়েছে, ১৩ মার্চ সন্ধ্যা ৬টা থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সকল ভিসা স্থগিত করা হয়েছে। ফলে এক মাসের জন্য জল, স্থল, আকাশ ও নৌপথে সকল নতুন ভিসায় ভারতে যাওয়া বন্ধ হয়ে গেল। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব জানান, যে সমস্ত বাংলাদেশি ভারতে আছেন তারা ইচ্ছা করলে ফিরতে পারবেন। আর ভারতীয় যাত্রী যারা বাংলাদেশ আছেন তারা ফিরে আসলে তাদেরও গ্রহণ করা হবে। নতুন করে কোন পাসপোর্টধারী যাত্রীর প্রবেশের অনুমতি দেওয়া হবে না। বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের কোনও চিঠি বেনাপোল কাস্টমস হাউসে আসেনি। এই রকম নির্দেশ এলে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।