বাংলা হান্ট ডেস্কঃ দেশে বর্ধিত করোনার মামলা আম জনতা থেকে শুরু করে সরকার, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ প্রশাসনের চিন্তা বাড়িয়ে চলছে। যদিও এই মহামারীর মধ্যে কিছুটা হলেও স্বস্তির খবর ভারতবাসীর জন্য। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা একটু হলেও হ্রাস পেয়েছে দেশে। রবিবার ২৪ ঘণ্টায় ভারতে মোট ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন।
এবার সোমবারের পরিসংখ্যান দেশের মানুষদের জন্য একটু হলেও স্বস্তি দিয়েছে। বিগত ২৪ ঘণ্টায় গোটা ভারতে আক্রান্ত হয়েছে ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮১২ জন এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছে। টানা এক সপ্তাহ দেশে দৈনিক মৃতের সংখ্যা ২ হাজারের উপরে রয়েছে।
গোটা দেশে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৭৬ লক্ষের বেশি। তবে দেশে মোট সক্রিয় মামলা ২৯ লক্ষের কাছাকাছি। দেশে শীর্ষে করোনা প্রভাবিত রাজ্যগুলি হল মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ। পাশাপাশি পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
গত ২৪ ঘণ্টায় বাংলায় ১৫ হাজার ৯৯২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। আর এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২৬ জন।