করোনা যুদ্ধে বড় সাফল্য! ভারতে অ্যাকটিভ রোগী কমে ৩.৬৩ লক্ষ, সুস্থতার হার ৯৪.৮ শতাংশ

Published On:

বাংলা হান্ট ডেস্ক: করোনার বিরুদ্ধে লড়াইয়ে বড় সফলতা। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা কমে হয়েছে ৩.৬৩ লক্ষ। প্রায় ১৪৬ দিন পর এটাই সবচেয়ে কম অ্যাকটিভ রোগীর সংখ্যা। এর পাশাপাশি, দেশে সুস্থতার হারও বেড়ে ৯৪.৮৪ শতাংশ হয়ে গিয়েছে। এর মধ্যে আবার ৭৯.৯০ শতাংশই ১০টি মূল করোনা প্রভাবিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মানুষ।

শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯,৩৯৮ জন। ফলে দেশে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৯৭.৯৬ লাখ। এই মাসে এই নিয়ে দুবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের কম হল। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯২ লক্ষ ৯০ হাজার ৮৩৪ জন। শেষ একদিনে দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৪১৪ জন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪২ হাজার ১৮৬ জন, মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।

এই ১,৪২,১৮৬ জোনের মধ্যে সবচেয়ে বেশি ৪৭,৯৭২ জন মারা গিয়েছেন মহারাষ্ট্রে। তারপর আছে কর্ণাটক [১১,৯১২], তামিলনাড়ু [১১,৮৫৩], দিল্লি [৯৮৭৪], পশ্চিমবঙ্গ [৮৯১৬], উত্তরপ্রদেশ [ ৮০১১]। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে মোট ১৫ কোটির বেশি করোনা টেস্ট করা হয়েছে। গত ১০ ডিসেম্বর সারা দেশে ৯ লক্ষ ২২ হাজার ৯৫৯টি টেস্ট করা হয়েছে।

সম্পর্কিত খবর

X