বাংলাহান্ট ডেস্কঃ ভোট বঙ্গে মারণ ভাইরাসের তাণ্ডব অব্যহত। দিনে দিনে মানুষ রেকর্ড হারে করোনা আক্রান্ত হচ্ছেন। শেষ ২৪ ঘন্টায় ভোট উৎসবে মেতে থাকা বাংলায় সংক্রমিত হয়েছেন ১৭ হাজার মানুষ। এমন পরিস্থিতির মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে করোনা বিধির প্রতি উদাসীনতা। তাও আবার খোদ স্থানীয় প্রশাসনের বিরুদ্ধেই এই উদাসীনতা গুরতর অভিযোগে এবার শোরগোল পড়ে গেল মালদায়।
জানা গিয়েছে, মালদাহ (Maldah) বিধানসভা কেন্দ্রের ১৭০ নম্বর বুথে ভোটের ডিউটি পড়ে এক আশাকর্মীর। আর তিনিই কিনা করোনা আক্রান্ত। ঘটনা জানাজানি হতেই ভোট কেন্দ্রে ছড়ায় তুমুল উত্তেজনা। ওই আশাকর্মীর অভিযোগ, তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর BMOH-কে জানিয়েও কোনও লাভ হয়নি। বরং জুটেছে বাড়িতে পুলিশ পাঠানোর হুমকি। ফলস্বরূপ বাধ্যহয়েই তিনি ভোটকেন্দ্রে আসেন।
ওই আশাকর্মী গত কয়েকদিন ধরেই করোনা উপসর্গ নিয়ে অসুস্থতায় ভুগছেন। তাই গত ২৪ এপ্রিল মৌলপুর গ্রামীণ হাসপাতালে করোনা পরীক্ষা করান তিনি। ২৬ তারিখ সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সঙ্গে করোনা আক্রান্ত (Covid Positive) হয়েছেন তাঁর ১৪ বছরের ছেলেও। সেই খবর ব্লকস্বাস্থ্য আধিকারিক এবং বিডিওকে জানান। তবে তাঁর অভিযোগ, কেউ তাঁর কথা শোনেনি। তারপরই তিনি হুমকি পান। তা সত্ত্বেও করোনা আক্রান্ত অসুস্থ শরীর নিয়ে বাড়িতেই ছিলেন। কিন্তু তাঁকে করা হয় শোকজ। উপায় না পেয়ে BMOH-কে গোটা ঘটনাটি বলেন। কিন্তু পাশে দাঁড়ানো তো দূরের কথা, তাঁকে নিয়ে বিদ্রুপ করা হয় বলে অভিযোগ।
ফের তিনি যান বিডিওর কাছে। সেখানেও তাঁর কথা শোনা হল না বলে অভিযোগ। শেষে আইনি ঝঞ্ঝাটের ভয়ে বাধ্য হয়ে তিনি ভোট কেন্দ্রে আসেন। সেখানে বুথের মধ্যে অনেকক্ষণই কাজ করেন তিনি। পরে বেলা ১২ টার দিকে ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় ভোট কেন্দ্রে। তখনই অভিযুক্ত BMOH ও BDO- র বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তোলেন অনেকেই।