চুরি গিয়েছে ৮০০ কেজি গোবর! হন্যে হয়ে চোরকে খুঁজছে পুলিশ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ছত্তিসগড়ের (Chhattisgarh) কোবরা জেলার একটি গ্রাম থেকে গরুর গোবর (Cow Dunk) চুরি হওয়ার মামলা সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, ৮-৯ জুন রাতে দিপকা থানা এলাকার ধুরেনা গ্রাম থেকে ৮০০ কেজি গরুর গোবর চুরি হয়ে গিয়েছে যার বাজারমুল্য ১ হাজার ৬০০ টাকা।

দিপকা থানার ইনচার্জ হরিশ তান্ডেকর অনুযায়ী, গৌথম গ্রাম সমিতির অধ্যক্ষ কমহান সিংহ কানওয়ার ১৫ জুন এই মামলায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ পাওয়ার পর অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলার তদন্ত চলছে।

রাজ্য সরকার অনুযায়ী, কৃমি খাদ-এর উৎপাদনের জন্য গোধন ন্যায় যোজনা অনুযায়ী গরুর গোবর দুই টাকা প্রতি কেজি হিসেবে কেনা হয়। গোধন ন্যায় যোজনা অনুযায়ী গোবর বিক্রির উদ্দেশ্যেই এই গোবরগুলো চুরি করা হয়েছে বলে আশঙ্কা জাহির করা হয়েছে।

ছত্তিসগড়ের ভুপেশ বাঘেল সরকার জুলাই ২০২০ সালে গোধন ন্যায় যোজনার শুভারম্ভ করেছিলেন। এই যোজনায় পশুপালক আর গ্রামবাসীদের থেকে ২ টাকা প্রতি কেজি দরে গোবর কেনা হয়। কেনা গোবর থেকে কম্পোস্ট বানানো হয়। তাঁর থেকে কৃষকদের কমদামে জৈবিক খাদ উপলব্ধ করানো হয়।

সম্পর্কিত খবর

X