বিক্রিই হচ্ছে না টিকিট! একাধিক কারণে ভারত-পাক ম্যাচের প্রতি আগ্রহ হারাচ্ছেন ক্রিকেট অনুরাগীরা

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেটের ময়দানে ভারত এবং পাকিস্তানের (India vs Pakistan) মুখোমুখি হলেই তা যে অনুরাগীদের মধ্যে প্রবল উত্তেজনার সৃষ্টি করে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে, বিভিন্ন কারণের পরিপ্রেক্ষিতে বর্তমান সময়ে সেই পরিস্থিতির কিছুটা বদল হয়েছে। ২০২৫ সালের এশিয়া কাপে, আগামী ১৪ সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ সম্পন্ন হতে চলেছে। যেটি হবে দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু, এই “হাইভোল্টেজ” ম্যাচের ২ দিন আগে পর্যন্ত প্রায় ৫০ শতাংশ টিকিট অবিক্রিত রয়েছে। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক ভারত-পাকিস্তান ম্যাচের প্রতি কেন আগ্রহ হারাচ্ছেন অনুরাগীরা?

ভারত-পাক (India vs Pakistan) ম্যাচের প্রতি আগ্রহ হারাচ্ছেন ক্রিকেট অনুরাগীরা:

উল্লেখ্য যে, ভারত ও পাকিস্তান (India vs Pakistan) ক্রিকেটের ইতিহাসে সম্ভবত এই প্রথমবারের মতো এহেন হাইভোল্টেজ ম্যাচের টিকিট ম্যাচের ২ দিন আগেও অবিক্রিত রয়েছে। আসলে ২০২৫ সালের এশিয়া কাপের ম্যাচের আগে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলির প্রভাব পড়েছে টিকিট কেনার ওপর। ইন্ডিয়া টুডে-র রিপোর্টে বলা হয়েছে যে ভারত বনাম পাকিস্তান ম্যাচের প্রায় ৫০ শতাংশ টিকিট বিক্রি হয়নি। এর প্রথম কারণ হতে পারে যে ভারতীয় ভক্তরা এই ম্যাচটি বয়কট করছে এবং তাঁরা BCCI ও ভারত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। কারণ, তাঁদের একাংশের দাবি ছিল, “আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং সমগ্র ক্রিকেট মহলে দেখাতে চাই যে আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও স্তরেই ক্রিকেট দেখতে চাই না।”

জানিয়ে রাখি যে, চলতি বছরের এপ্রিল মাসে, পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদীরা পহেলগাঁও-তে ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করে। যার ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। যুদ্ধের কোনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও উভয় দিক থেকে গোলাবর্ষণ এবং বিমান হামলা অব্যাহত ছিল। এদিকে, ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে যোগ্য জবাব দেয় পাকিস্তানকে। একটা সময়ে পাকিস্তান যুদ্ধবিরতির ডাক দেয়।

Cricket fans are losing interest in India vs Pakistan match.

এই আবহে ভারতীয় ক্রিকেট অনুরাগীরা চেয়েছিলেন যে, ভারত সরকার এবং BCCI যেন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করে। আর সেই ক্ষোভ এবার টিকিট কেনার বিষয়ে পরিলক্ষিত হয়েছে। কয়েকদিন আগেই ভারতের প্রাক্তন ক্রিকেটাররা যখন লিজেন্ডস লিগে পাকিস্তানের বিরুদ্ধে লিগ ম্যাচ এবং তারপর সেমিফাইনাল খেলতে অস্বীকার করেন, তখন ভারতীয় ভক্তরা অত্যন্ত খুশি হয়েছিলেন। তবে আন্তর্জাতিক পর্যায়ে এটি ঘটছে না।

আরও পড়ুন: এবার সমগ্র বিশ্বকে “মিষ্টিমুখ” করাবে ভারত! বড় পদক্ষেপের পথে দেশ

এছাড়াও, আরও একটি কারণ হল এবারের এশিয়া কাপ হতে চলেছে T20 ফরম্যাটে। যেখানে রোহিত শর্মা বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার মতো তারকা খেলোয়ারদের টিম ইন্ডিয়ায় দেখা যাবে না। কারণ, তাঁরা ইতিমধ্যেই আন্তর্জাতিক T20 থেকে অবসর নিয়েছেন। এমতাবস্থায়, এই কিংবদন্তি খেলোয়াড়দের বিপুল সংখ্যক অনুরাগী আসন্ন ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ স্টেডিয়ামে বসে দেখার প্রসঙ্গে আগ্রহ হারাচ্ছেন।

আরও পড়ুন: ১,১০০ কিমি দূর থেকেই সমুদ্রে তীক্ষ্ণ নজর! ভারতের এই শহরে প্রস্তুত নৌবাহিনীর “সুপার ব্রেন সেন্টার”

পাশাপাশি, এই ম্যাচ (India vs Pakistan) থেকে আগ্রহ হারানোর আরও একটি কারণ হতে পারে যে, পাকিস্তান দল আর সেই স্তরের নেই। টিম ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে শেষ ৫ টি সাদা বলের ম্যাচে একতরফাভাবে জিতেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে, পাকিস্তানি দল ভারতের সঙ্গে প্রতিযোগিতা করতে পারছে না। পাকিস্তানি সমর্থকরাও এই নিয়ে ক্ষুব্ধ। শুধু তাই নয়, প্রতি ম্যাচের পর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁদের ক্ষোভও পরিলক্ষিত হয়।