Breaking: বিশ্বকাপের পর কেরিয়ার শেষে অলিম্পিকে সোনা জয়ের সুযোগ কোহলির সামনে! শীঘ্রই আসবে সুখবর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চীনের মাটিতে চলতি বছরে আয়োজিত এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ এবং মহিলা ক্রিকেট দল স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছে। টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত ওই দুটি ইভেন্টে মহিলা দল ফাইনালে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। আর বিশ্বকাপের জন্য মূল দল ব্যস্ত থাকায় এশিয়ান গেমসে দ্বিতীয় সারির পুরুষ দল (Indian Cricket Team) বৃষ্টি-বিঘ্নিত ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার পর সোনা জিতেছিল। তবে বিরাট কোহলির (Virat Kohli) মতন মহাতারকা ওই ইভেন্টের অংশ না হওয়ায় ভারতীয় সমর্থকরা কিছুটা হতাশ ছিলেন।

তবে এশিয়ান গেমসের স্বর্ণপদক বিরাট কোহলির গলায় না উঠলেও এবার সম্ভবত অলিম্পিকে (2028 LA Olympic) স্বর্ণপদক জয়ের সুযোগ পেতে চলেছেন তিনি। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে আয়োজিত হতে চলা অলিম্পিকে ক্রিকেটকে জায়গা দিতে প্রায় প্রস্তুত আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা IOC। এর আগে অলিম্পিকের ইতিহাসের ক্রিকেট খেলাটি অন্তর্ভুক্ত হয়েছিল কেবলমাত্র একটি সংস্করণে। ১৯০০ সালে শেষবার ক্রিকেটকে দেখা গিয়েছিল এই মঞ্চে।

   

মহালয়ার ঠিক পরের দিনে অর্থাৎ যখন ক্রিকেট বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হওয়ার পর একদিন অতিক্রান্ত হবে, তখন মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি মুম্বাইয়ে নিজেদের ১৪১ তম বৈঠক আয়োজন করবে। ১৫ ই অক্টোবর আয়োজিত হতে চলা ওই বৈঠকে ক্রিকেটের অলিম্পিকে অন্তর্ভুক্তি করন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আরও পড়ুন: প্রথম রাউন্ড শেষ, অজিদের হারিয়েও ভারত পিছিয়ে বাংলাদেশের থেকে! উল্লসিত টাইগার্স ভক্তরা

এখনো এই ব্যাপারটি নিশ্চিত না হলেও ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে আইওসি। ওই সংস্থার সভাপতি থমাস ব্যাচ নিজের বক্তব্যে বলেছেন, “আমরা আগে কিছু টেকনিক্যাল কারণের জন্য ক্রিকেটকে অলিম্পিকের অন্তর্ভুক্ত করার কথা ভাবতে পারতাম না। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাট এসে ব্যাপারটা আমাদের জন্য সহজ করে দিয়েছে। ক্রিকেটের এই ক্ষুদ্রতম ফরম্যাট অলিম্পিকের জন্য আদর্শ।”

আরও পড়ুন: একদিনে দুইবার সচিনকে টপকে গেলেন কোহলি! ODI ফরম্যাটে গড়লেন বিরাট রেকর্ড

এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে সিনিয়র দুই ক্রিকেটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি নিজেদেরকে কেরিয়ারের শেষপ্রান্তে দিকে। রোহিত শর্মার পক্ষে হয়তো কোনোভাবেই ২০২৮ সালে আয়োজিত অলিম্পিকে অংশ নেওয়া সম্ভব হবে না। কিন্তু ওই বছর ৩৯ এ পা দিতে চলা বিরাট কোহলি ভারতের সবচেয়ে ফিট ক্রীড়াবিদদের মধ্যে একজন। তিনি চাইলেই ওই বয়স অবধি নিজেকে অলিম্পিকে খেলার জন্য যোগ্য অবস্থায় রাখতে পারেন। গলায় সোনার মেডেল নিয়ে, ভেজা ভেজা চোখে, ভারতের জাতীয় পতাকার পানের চেয়ে ‘জন গণ মন’ গাইছেন কোহলি! দৃশ্যটা কল্পনা করে আপনার চোখের কোনটাও কি একটু ভিজে উঠছে না?

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর