‘৩১৫’ রুট নাম্বারের বাস দেখে ছোটবেলায় ফিরলেন সচিন, জানালেন কোন সিটে বসে যাত্রা করতেন

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ক্রিকেট বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার সচিন টেন্ডুলকার কিছুদিন আগে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে, তাকে মুম্বাইয়ে চলমান ‘৩১৫’ রুট নম্বর বাসের সাথে ছবি তুলতে দেখা যায়। সচিন আরও বলেছেন যে কীভাবে তিনি শৈশবে শিবাজি পার্ক পর্যন্ত এই বাসে বসে থাকতেন এবং তারপরে সন্ধ্যায় ট্রেনিং সেশনের পরে বাড়ি ফিরতেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করেছেন তিনি।

ভক্তদের কাছে ‘ক্রিকেটের ঈশ্বর’ নামে পরিচিত সচিন তার কেরিয়ারে যা অর্জন করেছেন তা এককথায় অতুলনীয়। অনেক অভিজ্ঞ খেলোয়াড় তাকে নিজের রোল মডেল হিসাবে বিবেচনা করে। শুধু ভারতীয় খেলোয়াড়রাই নয়, বিদেশি খেলোয়াড়রাও এই তালিকায় রয়েছেন। সচিন ক্রিকেট বিশ্বে বড় অবদান রেখেছেন এবং সবদেশেই খেলাটির জনপ্রিয়তার পেছনে তিনি একটি অন্যতম প্রধান কারণ।

দুই ফরম্যাট মিলিয়ে ১০০ টি শতরান করা সচিন তার কেরিয়ারে যা অর্জন করেছেন তা এককথায় অতুলনীয়। সচিন সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি। তিনি অনেক পরিশ্রম করে আজ এই জায়গায় পৌঁছেছেন। সেই কৃচ্ছসাধনের একটি গল্পই সচিন এই ভিডিওতে সকলের সাথে ভাগ করে নিয়েছেন।

সচিন সেই ‘৩১৫’ নম্বর রুটের বাসে উঠে বলেন যে পিছনের বাসের শেষ সারির জানলার ধারার সিটটি ছিল তার প্রিয়। তিনি বলেছেন, ‘প্যাক্টিস করে যখন ফিরতাম তখন আশা করতাম যে এই আসনটি খালি থাকবে যাতে আমি সেখানে বসে বাইরে থেকে শীতল বাতাসের আনন্দ উপভোগ করতে পারি। তারপর আমি ঘুমিয়ে পড়তাম এবং আমার বাস স্টপটি অনেকবার ভুলে আরও আগে চলে যেতাম যেতাম, তবে এটি অনেক মজার ছিল।

সম্পর্কিত খবর

X