তিনি প্রশংসা করলে পরের ম্যাচেই হতাশ করছেন ক্রিকেটাররা! বিরাট কোহলি কি অভিশপ্ত?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিরাট কোহলি (Virat Kohli) চলতি আইপিএলের (IPL 2023) প্রথম দিকে অসাধারণ ছন্দে ছিলেন। ধারাবাহিকভাবে তিনি বড় রান করে যাচ্ছিলেন। কিন্তু যেদিন থেকে তিনি মাঠের বাইরের ঝামেলার ব্যাপারে বেশি মনোযোগী হয়েছেন সেদিন থেকে তার ব্যাট আর সমানতালে চলছে না। শেষ কিছু ম্যাচে দলকে নিজের ব্যাটিংয়ের মাধ্যমে খুব একটা সাহায্য করতে পারেননি প্রাক্তন আরসিবি (RCB) অধিনায়ক।

তবে দুই সপ্তাহ ধরে একটা নতুন ব্যাপার আরম্ভ হয়েছে। কোনও ক্রিকেটার অসাধারণ পারফরম্যান্স করলে ইনস্টাগ্রামে তার প্রশংসা করতে কার্পণ্য করছেন না প্রাক্তন ভারতীয় অধিনায়ক। একটা ব্যাপার খুব ভালোই বোঝা যাচ্ছে যে তিনি প্রতিটি ম্যাচ অত্যন্ত খুঁটিয়ে দেখে চলেছেন। এই নিয়ে অবশ্য তিনি সমালোচিতও হয়েছেন। নিন্দুকটা এসব বাদ দিয়ে তাকে নিজের পারফরম্যান্সের ওপর বেশি মনোযোগী হতে পরামর্শ দিয়েছেন।

kohli

গত কিছু সময়ের মধ্যে বিরাট কোহলির প্রশংসা যারা পেয়েছেন সেই তালিকায় রয়েছেন ঋদ্ধিমান সাহা, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব ও শুভমান গিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল যে বিরাট কোহলির প্রশংসা পাওয়ার পর থেকেই নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন তারা। ঋদ্ধিমান, যশস্বী এবং সূর্যকুমারের সাথে একই ঘটনা ঘটেছে। লখনৌয়ের বিরুদ্ধে বড় রান করার পর পর দুই ম্যাচে ব্যর্থ ঋদ্ধিমান। কেকেআরের বিরুদ্ধে ৯৮ রানের ইনিংস খেলার পর পরের ম্যাচে আরসিবির বিরুদ্ধে ব্যর্থ যশস্বী। গুজরাটের বিরুদ্ধে শতরান করার পর গতকাল লখনৌয়ের বিরুদ্ধে ব্যর্থ হয়েছেন সূর্যকুমার।

এখন প্রশ্ন হলো যে শুভমান গিলের সাথেও কি একই ঘটনা ঘটবে? সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শতরান করে বিরাট কোহলির প্রশংসা আদায় করেছিলেন তিনি। এর পরের ম্যাচে তারা মুখোমুখি হবে বিরাট কোহলিরই আরসিবি দলের। এই মিথ সেই ম্যাচে গিল ভাঙতে পারেন কিনা সে দিকে নজর থাকবে সকলের।

বিরাট কোহলিরা নিজেরাও খুব একটা স্বস্তিদায়ক অবস্থায় নেই। রাজস্থানকে বড় ব্যবধানে হারানোর পর নিজেদের রান রেটের প্রভূত উন্নতি ঘটিয়েছে আরসিবি। কিন্তু পরপর দুই ম্যাচে তাদের সানরাইজার্স এবং গুজরাটকে হারাতে হবে। সেই ম্যাচদুটিতে বিরাট কোহলির ব্যাট না চললে মুশকিলে পড়বে তারা।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর