বাংলা হান্ট নিউজ ডেস্ক: পুরোদমে চালু হয়ে গিয়েছে ট্রেনিং। নতুন ম্যানেজার এরিক টেন হাগের তত্ত্বাবধানে সেইসব ফুটবলাররা আগেই অনুশীলন শুরু করে দিয়েছিলেন যারা মরশুম শেষে নিজেদের দেশের হয়ে ফুটবল খেলার ডাক পাননি। যারা মরশুম শেষের পর দেশের জার্সিতে মাঠে নেমেছিলেন তারাও আজকে ট্রেনিংয়ে যোগ দিয়েছেন। যেহেতু নভেম্বর থেকে ডিসেম্বর অবধি বিশ্বকাপ চলবে তাই সেইসময় ক্লাব ফুটবল বন্ধ থাকবে। ফলে ক্লাব ফুটবল প্রতিযোগিতা গুলো এই মরশুমে একটু তাড়াতাড়ি আরম্ভ হবে। কিন্তু দলের বাকিরা যোগ দিলেও এখনো অবধি নিজের ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থদের সঙ্গে ট্রেনিং শুরু করতে পারলেননা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
আজ অর্থাৎ ৪ঠা জুলাই থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রাক মরশুম প্রস্তুতি শুরু করার কথা ছিল রোনাল্ডোর। কিন্তু পরিবার সংক্রান্ত ব্যক্তিগত কিছু কারণ দেখিয়ে তিনি যোগ দেননি ট্রেনিংয়ে। তাতে অবশ্য ক্লাব কোনো আপত্তি জানায়নি। কিন্তু দু’দিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের ছাড়ার কথা জানিয়েছেন রোনাল্ডো।কোন নির্ভরযোগ্য অফার এলে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন পর্তুগিজ মহাতারকা নিজেই। তাই তিনি অনুশীলনে যোগ না দেওয়ায় চিন্তায় ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তরা।
পর্তুগালে ঠিক কোন পারিবারিক সমস্যার কারণে গিয়েছেন রোনাল্ডো তা জানা নেই। কিন্তু তাকে নিজের জীবনের প্রথম ক্লাব স্পোর্টিং লিসবনের অনুশীলন কেন্দ্রে দেখা গেছে। তবে কি নিজের প্রথম ক্লাবে প্রত্যাবর্তন করছেন রোনাল্ডো? তেমন সম্ভাবনা অবশ্য কম। কারণ পর্তুগিজ লিগ বাকি নামিদামি ইউরোপিয়ান লিগগুলির তুলনায় অনেকটাই পিছিয়ে। রোনাল্ডো এখনও যতটা ফিট রয়েছেন তাতে আরও দু-তিন মরশুমে সর্বোচ্চ পর্যায়ে খেলতে চাইবেন তিনি। উঠে তাকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে চেলসি সহ আরও একাধিক ক্লাব। টু ম্যানচেস্টার ইউনাইটেড ছারলে ইংল্যান্ডের অন্য কোন ক্লাবে রোনাল্ডো যোগ দেবেন এমন সম্ভাবনা খুবই কম।
কিন্তু কেন আচমকাই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার কথা ভাবছেন সিআরসেভেন? গত মরশুমের শেষে তিনি এমন কোনো ইচ্ছা প্রকাশ করেননি যেখান থেকে বোঝা যায় যে তিনি ইউনাইটেড ছাড়তে চান। নতুন ম্যানেজার টেন হাগের সাথেও রোনাল্ডোর সম্পর্ক খারাপ বলে শোনা যায়নি। অন্যতম বড় কারণ হল রোনাল্ডোর জয়ের খিদে। গত মরশুমে জুভেন্তাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে কোন ট্রফি জিততে ব্যর্থ হয়েছেন তিনি। দলে যে একগাদা পরিবর্তন দরকার তা ম্যানচেস্টার ইউনাইটেডের কোন বাচ্চা ভক্তও বলে দেবে। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড বোর্ড এখনো অব্দি কোন উল্লেখযোগ্য প্লেয়ারকে দলে নিতে পারেনি যাতে দলের উন্নতি ঘটে। রোনাল্ডো নিজেও জানেন যে তার হাতে অঢেল সময় নেই খুব বেশি হলেও আর তিন বছরই হয়তো সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলবেন তিনি তার মধ্যে একটা মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ না খেলে তাও আবার এমন একটা ক্লাবের হয়ে যাদের কোনো সঠিক পরিকল্পনা নেই, ফের মূল্যবান সময় নষ্ট করতে চাননা রোনাল্ডো। ও ম্যানচেষ্টার ইউনাইটেড প্রকাশ্যে জানিয়েছে যে তারা রোনাল্ডোকে হাতছাড়া করতে রাজি নয়। কিন্তু শেষ পর্যন্ত পর্তুগিজ মহাতারকাকে ধরে রাখতে পারবেন কিনা তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।