বাংলা হান্ট ডেস্কঃ করোনার মহামারীর কারণে গোটা ভারত (India) চরম সমস্যার সন্মুখিন। গোটা ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৬৬। এদের মধ্যে সক্রিয় মামলা হল ১৯ হাজার ৬৩৫। ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৮০৬ জনের। আর ৬ হাজার ৫ জন এই মারক ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গোটা ভারতে করোনার বিরুদ্ধে চলা এই যুদ্ধে সবাই নিজের মতো করে যোগদান করে যাচ্ছেন। কেউ বিনামূল্যে মাস্ক বিলি করছেন, আবার কেউ নিজের সোনা গয়ান বিক্রি করে সারমেয়দের খাওয়াচ্ছেন। অনেক মানুষ, সমাজবসেবী সংগঠন গরিবের পাশে দাঁড়িয়ে তাদের মুখে দুবেলার অন্ন তুলে দেওয়ার কাজ করছেন।
আর এরই মধ্যে ঝাড়খণ্ড থেকে এমনই এক খবর পাওয়া যাচ্ছে, যেটা শুনে ভারতীয় সেনাদের প্রতি গর্ব আরও বেড়ে যাবে।
ঝাড়খণ্ডের সারন্ডা এলাকায় মানুষ করোনা ভাইরাসের সংক্রমণের থেকে বেশি খাবারের সঙ্কটে ভুগছেন। ওই এলাকা নকশাল প্রভাবিত জঙ্গলের মধ্যে পড়ে। ঠিক মতো খাবার না পাওয়া সারন্ডার এই মানুষ গুলোর জন্য দেবদূতের মতো কাজ করছেন সিআরপিএফ (CRPF) এর জওয়ানরা। ওই এলাকায় বসবাস করা ৪০০ মানুষের মধ্যে খাদ্য দ্রব্য পৌঁছে দেওয়ার জন্য সিআরপিএফ এর জওয়ানরা ৭২ কিমি হেঁটে পথ অতিক্রান্ত করেছে।