মুখোমুখি সাক্ষাতে হার্দিকের গুজরাটকে হারাতে পারেনি ধোনির CSK! আজ কি হিসাব বদলাবে?

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) ১৬ তম সংস্করণ। দীর্ঘ অপেক্ষার পর তিন বছরের করোনা আতঙ্ক কাটিয়ে ২০১৯ সালের পর ফের একবার হোম-অ্যাওয়ে ফরম্যাটে আয়োজিত হতে চলেছে মিলিয়ন ডলার লিগ। ফের একবার নিজ নিজ দলের সমর্থকদের সামনে খেলার সুযোগ পাবেন দলের ক্রিকেটাররা। সেই সঙ্গে তাদের সামলাতে হবে অ্যাওয়ে দলের সমর্থকদের চাপও।

আইপিএল ২০২৩ আরম্ভ হচ্ছে গতবারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স (Gujrat Titans) এবং আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (CSK) দলের মধ্যে ম্যাচ দিয়ে। ভারতীয় ক্রিকেটের দুই সেরা ফিনিশার মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) এবং হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মগজাস্ত্রের লড়াই দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা। আজ আহমেদাবাদে হার্দিকদের ঘরের মাঠে অভিযান শুরু হবে ধোনিদের।

তবে এখনও পর্যন্ত দুইবারের সাক্ষাতে ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে অপরাজিত রয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাট। প্রথম ম্যাচে বাংলা রঞ্জি দলের তারকা বোলার মহম্মদ শামির দাপটে ৩ উইকেটে জয় পেয়েছিল টাইটান্সরা। দ্বিতীয় সাক্ষাতে একবার জীবনদান পাওয়া ঋদ্ধিমান সাহা অর্ধশতরান করে চেন্নাইয়ের কাছ থেকে জয় ছিনিয়ে এনেছিল গুজরাট শিবিরে।

wriddhiman gujrat titans

তবে চেন্নাই সুপার কিংস দল এবার আগের চেয়ে কিছুটা শক্তিশালী। যদিও গতবারের আইপিএলে তারকা বোলারে পরিণত হওয়া মুকেশ চৌধুরীকে পাবেন না তারা। চোটের জন্য বল করবেন না বেন স্টোকসও। অপরদিকে হার্দিক পান্ডিয়া এই ম্যাচে পাবেন না দলের নির্ভরযোগ্য ফিনিশার ডেভিড মিলারকে। এমন অবস্থায় আজ সন্ধ্যা ৭.৩০ নাগাদ টস জিতে কেমন দল নামায় দুই অধিনায়ক, সেদিকে নজর থাকবে সকলের। তবে যে দলে টস জিতুক না কেন, শিশিরের কথা মাথায় রেখে হয়তো সেই দলের অধিনায়ক প্রথমে বোলিং করে নেওয়াটাই বেশি যুক্তিযুক্ত মনে করবে। পরিসংখ্যান বলছে। আহমেদাবাদের পিছে বিশাল বড় স্কোর দেখা যাবে এমনটা আশা করা উচিত নয়। ১৫০-১৬৫ স্কোরেই হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।

সম্ভাব্য সিএসকে একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড, আম্বাতি রায়ডু, বেন স্টোকস, শিবম দুবে, মঈন আলী, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিংহ ধোনি, ডোয়েইন প্রিটোরিয়াস, সিমরজিৎ সিং, তুষার দেশপান্ডে

সম্ভাব্য গুজরাট একাদশ: ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, কেন উইলিয়ামসন, হার্দিক পান্ডিয়া, ম্যাথু ওয়েড, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলঝারী জোসেফ, মহম্মদ শামি, শিবম মাভি, যশ দয়াল


Reetabrata Deb

সম্পর্কিত খবর