বিশ্বসংস্কৃতির মহা মিছিল বার্লিনের রাজপথে

বাংলা হান্ট ডেস্ক: বার্লিনের রাজপথ ভরে গিয়েছে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা নানা জাতির ভিন্ন ভিন্ন সংস্কৃতির মিলন মেলায়। জার্মানির রাজধানী শহর বার্লিনে নেমেছিল ৮ লাখ মানুষের ঢল।

54097 images 4 4

7efec images 5 3

এই আয়োজন শুরু হয়েছিল ১৯৯৬ সালের জার্মানিতে বসবাসরত বিদেশিদের প্রতি বিদ্বেষের বিরুদ্ধে। ওদের প্রতিবাদের ভাষা ছিল সংস্কৃতি. সেই প্রতিবাদের সংস্কৃতি মিছিল এখন পরিণত হয়েছে বিশ্ব সংস্কৃতির মহামিছিলে।


সম্পর্কিত খবর