বাংলা হান্ট ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট (Loksabha Vote)। পরিষেবা, প্রতিশ্রুতির পর্ব এখন। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফের এক দফায় ডিএ (DA) বৃদ্ধি করেছে মোদী সরকার। নিয়ম মেনে বছরে দুবার এই ভাতা বাড়ায় কেন্দ্র। আগে ৪৬% হারে ডিএ (Dearness Allowance) পেতেন কেন্দ্রের অধীনস্ত কর্মচারীরা। এরই মধ্যে ফের ৪% ডিএ বৃদ্ধি করা হয়েছে। যার ফলে এবার থেকে ৫০ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। জানুয়ারি মাস থেকে বর্ধিত ডিএ পাবেন সরকারি কর্মীরা।
ইতিমধ্যেই সেই ডিএ ঢুকে গিয়েছে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। মার্চের শেষে যে বেতন মিলেছে তার সঙ্গে ৫০ শতাংশ ডিএ যুক্ত ছিল। পাশাপাশি জানুয়ারি এবং ফেব্রুয়ারির বর্ধিত ডিএ-ও বেড়েছে। সব মিলিয়ে রীতিমতো লটারি লেগেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। তবে এখানেই শেষ নয়, পকেটে মোটা টাকা ঢোকার পাশাপাশি সামনেই তাদের ৬ ধরনের ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র।
জানিয়ে রাখি, ডিএ-র পাশাপাশি হাউস রেন্ট অ্যালোওয়েন্স অর্থাৎ বাড়ি ভাড়ার ভাতা, টিচিং অ্যালোওয়েন্স, ট্রাভেল অ্যালোওয়েন্স, ড্রেস অ্যালোওয়েন্স, চিলড্রেন্স এডুকেশন অ্যালাউন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যাকাউন্স, হস্টেল সাবসিটি, গাড়ি ভাড়ার ভাতা, গ্র্যাচুইটি, মাইলেজ অ্যালাউন্স ফর ওউন ট্রান্সপোর্ট ও ডেইলি অ্যালাউন্স ভাতাও বেড়েছে সরকারি কর্মীদের।
ডিএ ৫০ শতাংশ পৌঁছে গেলে শিশু শিক্ষা ভাতা বা চিলড্রেন্স এডুকেশন অ্যালাউন্স বাড়ানোর সুপারিশ করেছিল সপ্তম বেতন কমিশন। তা মানা হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ২৫% হারে শিশু শিক্ষা ভাতা পান। দু’টি সন্তানের ক্ষেত্রে আবেদন করা যেতে পারে।
আরও পড়ুন: আজ আরও ২ ডিগ্রি বাড়বে তাপমাত্রা! রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি: আবহাওয়ার খবর
সুপারিশ মেনে রিস্ক অ্যাকাউন্স বা ঝুঁকি ভাতা সংশোধন করেছে কেন্দ্র। যে সকল কর্মচারীরা ঝুঁকিপূর্ণ কাজ করেন বা যে কাজ তাদের স্বাস্থ্যর উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এমন কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরাই কেবলমাত্র এই ভাতার আওতায় আসেন। বেড়েছে ওভার টাইম অ্যালাউন্স। সংসদ সহকারীদের বিশেষ ভাতা এবং বিশেষভাবে সক্ষম মহিলা কর্মীদের চাইল্ড কেয়ার অ্যালাউন্সও বৃদ্ধি করা হয়েছে। মার্চ মাসেই হাউস রেন্ট অ্য়ালাউন্স বা বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার।