বাংলাহান্ট ডেস্ক : ডিএ (DA) একজন কর্মচারীর প্রাপ্য অধিকার। তাই বিদ্যুৎ দফতরের কর্মীদের বকেয়া ডিএ মেটাতেই হবে। এই নির্দেশ বারংবারই দেয় কলকাতা উচ্চআদালত (Kolkata High Court)। তারপরেও পাথরের মূর্তির মতোই বসে থাকে দফতরের কর্তারা। সম্প্রতি বারবার বলার পরও ডিএ না মেটানোয় সংস্থার উচ্চপদস্থ কর্তাদের বেতনও আটকে দেওয়া হয় আদালতের নির্দেশে। তারপরও কোনও সমাধান হয়নি। মেটানো হয়নি কর্মীদের বাকি থাকা মহার্ঘ ভাতা। এবার এই মামলার বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে সোমবার আদালতে উপস্থিত হলেন সংস্থার জেনারেল ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকরা।
জানা যাচ্ছে, আগামী শুক্রবার আবার এই মামলা শুনানির দিন রাখার আর্জি জানিয়েছে এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি দাবি করেন শুক্রবারের মধ্যে অনেকাংশেই এই সমস্যার সমাধান হতে পারে। রাজ্যের দুই বিদ্যুৎ সংস্থা এসিটিএসএল (WBSETCL) ও এসিডিএসএল (WBSEDCL)-এর বিরুদ্ধেই দায়ের করা হয় এই মামলা। দুই সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা এ দিন আদালতে উপস্থিত হন। গত মাসে বেতন পাননি এই শীর্ষ কর্তারাই। তা সত্ত্বেও এখনও কর্মীদের বাকি থাকা ডিএ মেটাতে পারেনি বিদ্যুৎ নিগম। এ দিন আদালতে হাজির হয়ে জেনারেল ম্যনেজার সহ অন্যান্য আধিকারিকরা সমস্যার দ্রুত সমাধান করার প্রতিশ্রুতি দেন।
সংস্থার কর্তাদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে যাতে আদালত আরও একবার ভাবনাচিন্তা করে, সে বিষয়ে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে আবেদন করার পরামর্শ দেন এজি। শুক্রবার আবারও ওই আধিকারিকদের আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে।
এই মামলার আগের শুনানিতে দুই বিদ্যুৎ সংস্থার কর্তাদের রীতিমতো ভর্ৎসনা করেছিলেন বিচারপতি। তিনি বলেছিলেন, ‘কর্মীরাও মানুষ। তাঁদের ছাড়া সংস্থা চলে না। ঠিক মত ব্যবহার করুন।’ যত তাড়াতাড়ি সম্ভব ওই টাকা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেয় কোর্ট তিনি। তারপরও কর্মীরা পাননি প্রাপ্য ডিএ-র টাকা। জানা যাচ্ছে, টানা তিন বছর রাজ্য সরকার ওই কর্মীদের ডিএ বন্ধ রেখেছে।