বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫ তম আসরে তরুণ খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে। নতুন খেলোয়াড়রা এবার তাদের পারফরম্যান্সে দিয়ে সকলকে বেশ মুগ্ধ করেছেন। শুক্রবার লিগের ১৬ তম ম্যাচে গুজরাট টাইটান্সের হয়ে অভিষেক করার সময় দর্শন নালকান্দে তার চিহ্ন তৈরি করেছিলেন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে দুই বলে পরপর দুই উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
বরুণ অ্যারনের জায়গায় দলে অন্তর্ভুক্ত হওয়া দর্শন নালাকান্দে তার প্রথম আইপিএল ম্যাচ খেলেছেন। যদিও এর আগে তিনি পাঞ্জাব কিংসের দলে ছিলেন। তিনি কখনই একাদশে জায়গা পাননি। এই মেগা নিলামে গুজরাট টাইটানস নালকান্দেকে তার বেস প্রাইস ২০ লক্ষ টাকায় কিনেছে এবং তৃতীয় ম্যাচেই তাকে ডেবিউ ক্যাপ দিয়েছে। দর্শনও তাদের হতাশ করেননি এবং তিন ওভারে ৩৭ রানে দুই উইকেট নেন। তিনি প্রথমে ১৪ তম ওভারে জিতেশ শর্মাকে আউট করেন এবং পরের বলে ওডিন স্মিথকে প্যাভিলিয়নে পাঠান।
২৩ বছর বয়সী এই অলরাউন্ডার বিদর্ভের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। গত বছর সৈয়দ মুস্তাক আলী টি-টোয়েন্টি ট্রফির সেমিফাইনালে কর্ণাটকের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন তিনি। সেই ম্যাচে, তিনি কর্ণাটকের ইনিংসের শেষ ওভারে দুরন্ত বোলিং করে টানা ৪ বলে ৪ উইকেট নিয়েছিলেন। দর্শন তার ওভারের দ্বিতীয় বলে অনিরুদ্ধ যোশী, তৃতীয় বলে বিআর শরৎ, চতুর্থ বলে জগদীশ সুচিত এবং পঞ্চম বলে অভিনব মনোহরের উইকেট নিয়েছিলেন।
দর্শন তার ক্রিকেট কেরিয়ার শুরু করেন একজন ফাস্ট বোলার হিসেবে। তবে ধীরে ধীরে তিনি তার ব্যাটিংয়েও উন্নতি করেছেন এবং আজ একজন অলরাউন্ডারের ভূমিকা পালন করছেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সম্ভাবনার তালিকায়ও ছিলেন তিনি। কিন্তু চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেননি তিনি। তাকে ২০১৮ সালে বিদর্ভের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির দলে রাখা হয়েছিল। তিনি মহারাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচে ২ উইকেট নিয়েছিলেন এবং লক্ষ্য তাড়া করতে গিয়ে ৫৩ রান করেছিলেন।