বাংলা হান্ট ডেস্কঃ যেকোনো মানুষের কাছেই সবচেয়ে বড় আবেগ সম্ভবত তার মা। মায়ের চেয়ে বড় আবেগ পৃথিবীতে আর কিছুই নেই। তার স্নেহ, মমতা, ভালবাসা জীবনের সঙ্গে সর্বদা জড়িয়ে থাকে অঙ্গাঙ্গিভাবে। তাইতো কথায় বলে, কু সন্তান যদি বা হয় কুমাতা কখনো নয়। কয়েকদিন আগেই গিয়েছে মাদার্স ডে। সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ। প্রত্যেকেই নিজের মত করে শ্রদ্ধা জানিয়েছেন তার মাকে। এখন ইন্টারনেটের যুগ, তাই সোশ্যাল মিডিয়ায় মাদার্স ডে জুড়ে ছড়িয়ে পড়ে নানা আবেগি ভিডিও। এবার এমনই এক আবেগি ভিডিও নজর কাড়লো প্রায় ৪৪ লক্ষ লোকের। মাদার্স ডের যেদিন ভাইরাল হওয়া এই ভিডিওটি মহারাষ্ট্রের এক মহিলা পুলিশ আধিকারিকের। ডিউটি থেকে ফেরা কঠিন নিয়মনিষ্ঠ মহিলা পুলিশ আধিকারিকও বাড়ি ফিরে কিভাবে আবেগী হয়ে পড়েন তার ছোট্ট মেয়ের কর্মকাণ্ডে ভিডিওর বিষয় এটুকুই।
কিন্তু মা এবং সন্তানের এই ছোট্ট ভালোবাসার দৃশ্য টুকু দেখলে মন ভরে উঠবে আপনারও। ভিডিও দেখা যায়, ডিউটি থেকে বাড়ি ফেরার পর পুলিশ ইন্সপেক্টর অনিতাকে দেখেই পিছনে ছুটতে শুরু করে তার ছোট্ট মেয়ে। ডিউটিতে যতই করা হন না কেন ছোট্ট মেয়ের এই প্রাণ ভরা ভালোবাসায় আবেগ ধরে রাখতে পারেননি ওই মহিলা পুলিশ অফিসারও। মেয়েকে কাছে টেনে নিতে বাধ্য হন তিনি।
মাদার্স ডেতে ভাইরাল হওয়া এই ভিডিওটি এখনো পর্যন্ত দেখেছেন প্রায় ৪৪ লক্ষ মানুষ। ইতিমধ্যেই প্রায় ২ লক্ষ ৬৫ হাজার বার পছন্দ করা হয়েছে এই ভিডিওটিকে। কথায় আছে, একজন নারীর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হল মমতাময়ী মা হয়ে ওঠা। এই ভাইরাল ভিডিওটিতে মায়ের প্রতি সেই চিরাচরিত আবেগকেই আরেকবার নাড়া দিয়ে গেলেন মহারাষ্ট্রের এই পুলিশ আধিকারিক। এই মুহূর্তে দেশে চলেছে করোনা যুদ্ধ। আর তার প্রথম সারিতেই রয়েছেন দেশের পুলিশ অফিসাররা। কোভিড যোদ্ধা রূপে নিজের প্রাণের মায়া ত্যাগ করে প্রতি মুহূর্তে কাজ করে চলেছেন তারা। এমতাবস্থায় ভাইরাল এই ভিডিওটি স্বাভাবিকভাবেই মন কেড়ে নিয়েছে সকলের।
View this post on Instagram