বঁড়শিতে উঠল মৃতদেহ,এলাকায় চাঞ্চল্য

l

বাবলু প্রামাণিক দক্ষিণ 24 পরগনা

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানার অন্তর্গত বাটানগর এর একটি বড় ঝিলে প্রতিদিন বেশকিছু ভদ্রলোক মাছ ধরতে যেত। আজও সকালে মাছ ধরতে যায় অনেকেই। তাদের একজনের বড়শিতে একটি মৃত দেহ উঠে আসে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মহেশতলা থানায়।

 

মহেশতলা থানার পুলিশ এসে দেখে নগ্ন দেহটিতে পচন ধরেছে।তবে বছর ২৫ এর যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।

85a85 img 20190513 173242

আপাতত পুলিশ বিদ্যাসাগর হাসপাতালে দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। সাধারন মানুষরা যুবকটির পরিচয় কেউ বলতে পারছেন না।

সম্পর্কিত খবর