সমস্ত বকেয়া DA দেওয়া হবে! গুরুত্বপূর্ণ মুহূর্তে রাজ্যের সরকারি কর্মীদের বড় বার্তা মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) জট খুলবে এবার। সূত্রের খবর সম্প্রতি সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দেওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। এমনটা দাবি করলেন অন্ধ্রপ্রদেশের নন-গেজেটেড অফিসার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি কেভি শিবারেড্ডি এবং সাধারণ সম্পাদক চৌধুরী পুরুষোত্তম। সিএম এন চন্দ্রবাবু নাইডুর আশ্বাসে অনেকটাই আশ্বস্ত রাজ্য সরকারি কর্মীদের সংগঠন।

এই বিষয়ে অন্ধ্রপ্রদেশের নন-গেজেটেড অফিসার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানিয়েছেন, ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতির মত দ্রুত ‘পে রিভিশন কমিশন’ গঠনেরও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এই রাজ্যে এমন সময় বকেয়া ডিএ মেটানোর আশ্বাস দেওয়া হল যখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ফের একবার ডিএ বৃদ্ধির অপেক্ষায় বসে আছেন।

প্রসঙ্গত, গত বছর দীপাবলির আগে কেন্দ্রীয় সরকার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র। তিন শতাংশ বৃদ্ধির ফলে বর্তমানে তারা ৫৩% হারে ডিএ পাচ্ছেন। গত বছর জুলাইয়ে তিন শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছিল তাদের। ফের চলতি জানুয়ারিতে ডিএ বাড়ার সম্ভাবনা রয়েছে।

একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে এবারেও তিন শতাংশ ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। অর্থাৎ ৫৬ শতাংশে পৌঁছতে পারে মহার্ঘ ভাতা। এদিকে অষ্টম পে কমিশন খুব শীঘ্রই গঠন হবে বলে জল্পনা জোড়ালো হচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের তরফে অবশ্য এখনও ডিএ বৃদ্ধির কোনও ঘোষণা করা হয়নি।

dearness allowance

আরও পড়ুন: মাধ্যমিক উত্তীর্ণদের জন্য সুখবর! ৫২ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ করছে রেল, কিভাবে করবেন আবেদন?

গত বছরের শেষে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ ডিএ বৃদ্ধির আশা করছিলেন। তবে তেমন কিছু হয়নি। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন বাংলার সরকারি কর্মীরা। দীপাবলির সময়ে কেন্দ্রের ডিএ বৃদ্ধির পর একাধিক রাজ্য সরকারও ডিএ বৃদ্ধির পথে হেঁটেছে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম থেকেছে পশ্চিমবঙ্গ। গত বছর অবশ্য দু’দফায় তাদের মোট আট শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। আগামীকাল ৭ তারিখ ডিএ মামলা উঠবে সুপ্রিম কোর্টে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর