সৌতিক চক্রবর্তী,বোলপুর,বীরভূমঃ মাছ মরে ভেসে উঠল পুকুরে। অভিযোগ,পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলা হয়েছে। আজ অর্থাৎ রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বোলপুর থানার অন্তর্গত পাঁচশোয়া গ্রামে। পারিবারিক বিবাদের কারণেই কী এই ঘটনা? সমস্ত ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
বোলপুরের পাঁচশোয়া গ্রামে গঁড়াই পুকুরে মাছ চাষ করেন স্থানীয় বাসিন্দা রাজেশ গঁড়াই সহ তার কাকারা। বোলপুরের পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে এই পুকুরটি। রবিবার সকালে এলাকার লোকেরা দেখেন,পুকুরে মাছ মরে ভেসে উঠেছে। তাঁদের কাছ থেকে খবর পান রাজেশ। তিনি এসে দেখেন, ছোট-বড় মিলিয়ে প্রায় ২-৩ কুইন্টাল মাছ ভেসে উঠেছে।
দেখুন কী বললেন পুকুরের মালিক রাজেশ গঁড়াই?
পুকুরের পাড়ে দাঁড়িয়ে সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে পুকুরের মালিক রাজেশ গঁড়াই জানান,“আমার পুকুরে কেউ বা কারা বিষ দিয়ে দিয়েছে। সেইজন্য ২-৩ কুইন্টাল মাছ মারা গেছে। আমি আজ সাত বছর ধরে চাষ করছি এখানে। কোনও দিন কিছু হয়নি। আজ আমার অনেক টাকা লোকসান হয়ে গেলো।”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,পুকুরে মাছ চাষ রাজেশ করলেও মালিকানা বেশ কয়েকজনের নামেই রয়েছে। তাঁরা সবাই রাজেশের আত্মীয়। পারিবারিক কোনও বিবাদের জেরে এই ঘটনা ঘটল কি না সে বিষয়েও খোঁজ নিচ্ছে পুলিশ। যদিও বোলপুর থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। রাজেশ আরোও বলেন, “আমি মানসিক ভাবে খুবই ভেঙে পড়েছি। বিপুল টাকার ক্ষতি হল। থানায় অভিযোগ জানাব।”