বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি টুইটার কেনার পর থেকেই খবরের শিরোনামে রয়েছেন টেসলা কর্তা ইলন মাস্ক। টেসলা কর্তা টুইটার কেনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একাধিক মিমের বন্যা। সাধারণ মানুষ থেকে শুরু করে ক্রিকেটার শুভমন গিলও এই তালিকা থেকে বাদ যাননি! তবে সোশ্যাল মিডিয়ায় মিম হবে আর সেখানে বাংলার নাম থাকবে না, তা আবার হয় নাকি!
এতসব মিমের মধ্যিখানে সম্প্রতি ইলন মাস্কের একটি টুইট নিয়ে শুরু হয়ে যায় তরজা, যেখানে টেসলা কর্তা লেখেন, ‘Next I’m going to buy Debangshu’ আর তার প্রত্যুত্তরে তৃণমূল নেতা দেবাংশু লেখেন, “টেসলার দরজার সামনে শুতে হবে? নাকি টুইটারের?” এই টুইট এবং প্রত্যুত্তরে দেবাংশুর কমেন্ট নিয়ে বর্তমানে মেতে উঠেছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। তবে আপনাদেরকে বলে রাখি যে, এটি নিছকই একটি মিম। আসলে ইলন মাস্ক এবং দেবাংশুর মন্তব্যগুলিকে এডিট করে এই পোস্ট শেয়ার করা হয়েছে।
তবে এহেন মিম যাকে নিয়ে তৈরি, সেই দেবাংশু ভট্টাচার্য এদিন মুখ খুললেন। তিনি বলেন, ” আমি দেখেছি এই মিম। মিম মানেই তো মজার হয় আর এটা দেখে আমিও হেসেছি।” তৃণমূল নেতা আরও বলেন, “এই মিম গুলো সাধারণত বানানো হয়ে থাকে কখনো কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে তো আবার কখনো বিজেপি-সিপিএমের মত দল গুলি এসব বানিয়ে থাকে। কিন্তু আমার মনে হয়, এই প্রথম ব্যক্তি হিসেবে কাউকে নিয়ে মিম বানানো হলো।”
তবে প্রথমে হাসির ছলে উড়িয়ে দিলেও পরে অবশ্য সিপিএম এবং বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি দেবাংশু। তিনি বলেন, “সিপিএম সমর্থকরা এই ধরনের মিম তৈরি করে থাকেন তবে আমাকে যে তারা এতটা গুরুত্ব দিচ্ছে, এটা দেখেই আমার ভালো লাগছে আর তাছাড়া ইলন মাস্ক-এর মত ব্যক্তিত্বরা লাভদায়ক জিনিসই কেনেন। ফলে খারাপ লাগার প্রশ্ন নেই।”
তবে ইলন মাস্কের সঙ্গে যদি কোনদিন কাজ করার সুযোগ মেলে, তবে কেমন হবে? এ বিষয়ে দেবাংশু জানান, “ইলন মাস্কের এই টুইট যদি সত্যি হতো, তাহলে আমি তাঁর সাথে মুখোমুখি কথা বলতাম। কারণ উনি যদি আমাকে কিনতে চাইতেন তাহলে ব্যবসা এবং মার্কেটিং এর কাজে ওকে সাহায্য করতে আমার ভালো লাগতো।” এর পরেই তিনি বিজেপি দলকে কটাক্ষ করে ইলন মাস্কের দিকে একটি শর্ত ছুঁড়ে দেন। তৃণমূল নেতা বলেন, “আমার একটি শর্ত রয়েছে এবং তা হলো আমাকে যদি ইলন মাস্ক ভবিষ্যতে কেনেন, তাহলে বিজেপি দলকে কোনমতেই ফান্ডিং করা চলবে না।”
এদিন দেবাংশু টেসলা কর্তার উদ্দেশ্যে বিজেপি ও সিপিএম দলকে কেনার পরামর্শ দেন। তিনি বলেন, “সিপিএমের পার্টি অফিসে এখন আলো কিংবা বাল্ব কিছুই জ্বলে না। এমনকি মোমবাতি জ্বালানোর লোকও নেই। ফলে আপাদমস্তক ভূতের বাড়ি হয়ে যাওয়া এই অফিসগুলি যদি ইলন মাস্ক বিয়ে বাড়ি হিসেবে ভাড়া দেন, তবে এখান থেকে ভালো ইনকামের সুযোগ রয়েছে। আর তাছাড়া বিজেপিকেও কিনতে পারেন উনি। তাহলে তাদের সাম্প্রদায়িকতার বিষ সরিয়ে দিতে পারলে আগামী লোকসভা পর্যন্ত অন্তত দেশবাসী মুক্তি পাবে।”