বাংলা হান্ট ডেস্কঃ দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। নামটাই কাফি। একুশের বিধানসভা নির্বাচনে যে ‘খেলা হবে’ স্লোগান বাংলার বুকে রীতিমতো ঝড় তুলেছিল তার নেপথ্যে কিন্তু এই ‘তারকা’। হ্যাঁ, তৃণমূলের তারকাই বটে। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরুণ নেতাদের মধ্যে জনপ্রিয়তার তালিকার একেবারে শীর্ষে তার নাম। ২৪-এর লোকসভা ভোটে পরাজিত হলেও সোশ্যাল মিডিয়াতে আকাশছোঁয়া জনপ্রিয়তা দেবাংশুর। মাত্র ২৮ বছর বয়সী এই নেতা যে শাসকদলের অন্যতম ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার এই দেবাংশুর জন্যই বিয়ের প্রস্তাব আনলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। যা নিয়ে সামাজিক মাধ্যমে রীতিমতো হইহই।
বর্তমানে আরজি কর ইস্যুতে উত্তপ্ত বাংলা। দিকে দিকে চলছে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় লাগাতার কর্মবিরতি, আন্দোলনে ডাক্তাররা। প্রতিবাদে সামিল হয়েছেন টলি তারকারাও। অন্যদিকে সমস্ত প্রতিবাদের মূলে রয়েছে রাম-বাম এমনটাই মত তৃণমূলের। আর এসবের মাঝেই ভাইরাল টলিউডের অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য-র (Mousumi Bhattacharya) একটি ভিডিয়ো। যেখানে তাকে শাসকদলের দুই ‘হেভিওয়েট’ নেতা কুণাল ঘোষ ও দেবাংশু ভট্টাচার্যকে এক সারিতে রেখে আক্রমণ শানাতে দেখা যাচ্ছে। সেই টলি তারকার সাথেই ‘ভাই’ দেবাংশুর নাম জুড়ে দিলেন ‘দাদা’ কুণাল।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মৌসুমীকে বলতে শোনা যায়, ‘এই কুণাল ঘোষ, আর এই যে ছেলেটা, আমি নামও ভুলে যাই, হ্যাঁ দেবাংশু। যেদিন পাবলিকের হাতে পড়বে, দেখব কী হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ও বাঁচাতে আসবে না। বাড়িতে বসে বসে প্রেসকে লেকচার দেয়। একদিন না একদিন পাবলিকের সামনে আসতেই হবে। একদিন না একদিন, ডাক্তারের কাছেও যেতে হবে। অসুস্থ তো সবাই হয়। সেই দিনটা খুব ভয়ানক হবে ওদের কাছে।’
এদিন সেই ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করে কুণাল ঘোষ লেখেন, ‘হ্যাঁরে দেবাংশু, তোর পাত্রী দেখার কাজটা এগোব? তোর সঙ্গে বেশ মানাবে। রাগের মধ্যেই থাকে অনুরাগের বীজ। তাছাড়া, কেমন সংস্কার মানে, স্বামীর নাম মুখে আনতে চায় না। আমার তো নিজেকে এখনই ভাসুর ভাসুর লাগছে।’ যদিও দেবাংশুর অবশ্য পাত্রী ‘পছন্দ’ হয়নি।
https://www.facebook.com/share/v/QsfbkC7pPLXPeaNc/?mibextid=WC7FNe
আরও পড়ুন: ফের জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে চেয়ে প্রস্তাব! কবে, কোথায় দেখা করতে চাইছেন তারা?
কুণাল ‘দাদা’র পোস্টের রিপ্লাই দিয়ে দেবাংশু লিখেছেন, ‘বলছ তাহলে Kunal দা? তুমি খুঁজে দিচ্ছ মানে এত সহজে কি না বলতে পারি! কিন্তু গলা শুনে মনে হচ্ছে বড় দজ্জাল.. টিকবে কি? বিনয় কোঙারের মতো “লাইফ হেল” করে দেবে তো! এ বাবা! এমা.. দাঁড়াও দাঁড়াও… বিবাহিত তো! সরি… সিরিয়ালে কাজ নেই। ডাক্তারদের আন্দোলনে বিরিয়ানি খেতে গেছে। আমাদের নাম নিয়ে একটু ফুটেজও খাক।’