বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কয়েকদিন ধরে দেশের রাজনীতিতে শিবসেনার সঙ্গে বিজেপির দ্বন্দ্ব ক্রমশ বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। একদিকে যেমন গতকাল পর্যন্ত সরকার ধরে রাখার চেষ্টায় সব রকম পদক্ষেপ গ্রহণ করে ফেলেছিলেন উদ্ধব ঠাকরে, অপরদিকে শিবসেনাকে সরিয়ে পুনরায় বিজেপিকে ক্ষমতায় আনার জন্য কোন রকম চেষ্টার খামতি করেননি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
অবশেষে গতকাল মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে আর এর পরেই বাণিজ্যনগরীতে ক্ষমতায় বসা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে বিজেপি নেতার। তবে এর মাঝেই আবার তাঁকে নিয়ে নতুন করে এক চাঞ্চল্য সৃষ্টি হলো গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে।
আসলে এদিন টুইটারে বিজেপি নেতার বৈচিত্র্যময় বেশ কিছু ছবি উঠে আসে সকলের সামনে। দাবি করা হয়, এগুলি দেবেন্দ্র ফড়নবিশের অতীতকালের ছবি, যখন তিনি মডেলিংয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করার কথা ভেবেছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফটোগুলি তাঁর বন্ধু রানাডে দ্বারা তোলা হয় বলে জানা গিয়েছে। আরো জানা গিয়েছে যে, দেবেন্দ্র ফড়ণবিশের ছবিগুলি 2006 সালের, যখন তাঁর বন্ধুরা মিলে তাঁকে মডেলিংয়ে কেরিয়ার শুরু করার পরামর্শ দেয় এবং রঙিন পোশাকে বিজেপি নেতার ছবিগুলি নাগপুরের একটি দোকানের বলে খবর মিলেছে।
তবে বর্তমানে সময় জনগণের সামনে যে রূপে ধরা দেন তিনি, তা সেই রঙিন ছবির তুলনায় সম্পূর্ণরূপে ভিন্ন। এই প্রসঙ্গে এক কৌতুক অভিনেতা টুইটারে লেখেন, “নাগপুর একটি পোশাকের দোকানে মডেল হিসেবে দেবেন্দ্র ফড়নবিশের এই ছবিগুলি সম্পর্কে বাবা আমায় অবগত করেন। গুডনাইট।” ফলে এই সকল ছবি নেটমাধ্যমে উঠে আসায় হতবাক হয়ে পড়ে অনেকেই। বহু নেট ব্যবহারকারী আবার এটিকেট ‘ফটোশপ’ বলেও আখ্যা দেয়।
তবে রাজনীতিবিদদের মধ্যে মডেলিংয়ে কেরিয়ার শুরু করার ঘটনা এই প্রথম নয়, এর পূর্বেও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা এক মডেলিং শোয়ে শো-স্টপার হিসেবে কাজ করেন। তবে বর্তমানে মহারাষ্ট্রে রাজনৈতিক টালবাহানার মধ্যে হবু মুখ্যমন্ত্রীর এহেন ছবি সকলের নজর কেড়েছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার