ডিসেম্বরে টানা ছুটির ঘোষণা করল রাজ্য সরকার! কবে কবে বন্ধ থাকবে স্কুল, কলেজ, অফিস-কাছারি?

বাংলা হান্ট ডেস্ক: নভেম্বর শেষ। আগামীকাল থেকে ডিসেম্বর মাস। বঙ্গে ধীরে ধীরে শীতও পড়তে শুরু করেছে। আর এই শীতের আগমনীর মাঝেই সুখবর দিল রাজ্য সরকার (State Government)। আসছে ডিসেম্বরে পরপর ছুটি পাবেন সরকারি কর্মীরা। বন্ধ থাকবে স্কুল-কলেজ, অফিস-কাছারি।

আরও পড়ুন: ‘পিচে তুকতাক করে রেখেছিল বলেই ফাইনালে ভারত হেরেছে’, কে করেছে? মারাত্মক অভিযোগ মমতার

ডিসেম্বর মাসেই রয়েছে একাধিক ছুটির দিন (December 2023 holidays)। কবে কবে সেই ছুটির দিন? কী কী উপলক্ষে ছুটি? কোন কোন দিন বন্ধ থাকছে স্কুল-কলেজ, অফিস-কাছারি? কি জানালো রাজ্য সরকার। জেনে নিন বিস্তারিত।

পরপর ছুটি? সরকারি কর্মীদের পোয়া বারো

আগামী ২০ ডিসেম্বর বুধবার মহর্ষি বাল্মীকি জয়ন্তী উপলক্ষ্যে ছুটি থাকবে। এবার ক্রিসমাস ইভের দিন অর্থাৎ ২৪ ডিসেম্বর পড়েছে রবিবার। অর্থাৎ এমনিতেই ছুটির দিন। আর তারপরের দিন ২৫ ডিসেম্বর পড়েছে সোমবার। কাজের দিন হলেও সেই দিন বড়দিন পড়ায় ছুটি থাকছে। অর্থাৎ একটানা মিলছে ছুটি। টানা ছুটির দিন শুরু হয়ে যাচ্ছে শনিবার থেকেই। তাই লম্বা একটা হলিডে প্ল্যান বানিয়ে ফেলতে কোনও অসুবিধাই নেই।

mamata nabanna

আরও পড়ুন:  শাহের সভার পরই ঘুম উড়ল তৃণমূলের! এবার পার্থ ঘনিষ্ঠ বাপ্পাদিত্যর বাড়িতে CBI, জানেন কে এই ব্যক্তি?

এখানেই শেষ নয়, তারপর বছরের প্রায় শেষলগ্নে ৩১ ডিসেম্বর নিউ ইয়ার ইভ চলবে রাজ্যে। তার পরদিন ১ জানুয়ারি ২০২৪ নিউ ইয়ারের ছুটি থাকছে।

পর পর ছুটির দিনের তালিকা:

২০ ডিসেম্বর- মহর্ষি বাল্মিকী জয়ন্তী

২৪ ডিসেম্বর – ক্রিসমাস ইভ

২৫ ডিসেম্বর – বড়দিন

৩১ ডিসেম্বর – নিউ ইয়ার ইভ

১ জানুয়ারি – নিউ ইয়ার


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর