অবশেষে গ্রেফতার ২৬ জানুয়ারি দিল্লী হিংসা মামলায় অভিযুক্ত দীপ সিধু

বাংলা হান্ট ডেস্কঃ  দীপ সিধুকে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল মঙ্গলবার গ্রেফতার করেছে। দীপ ২৬ জানুয়ারি ট্রাক্টর র‍্যালিতে হওয়া হিংসায় প্রধান অভিযুক্ত। প্রায় ১৫ দিন পলাতক থাকার পর পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ দীপ সিধুকে ধরিয়ে দিতে পারলে ১ লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেছিল। এখনো জানা যায়নি যে পুলিশ তাকে কোথা থেকে গ্রেফতার করেছে।

১৫ দিন পালিয়ে বেরোনোর সময় দীপ সিধু লাগাতার সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিত। শোনা গিয়েছে যে, পাঞ্জাবি এই অভিনেতার ভিডিও আপলোড করার পিছনে তার এক খুবই ঘনিষ্ঠ মহিলা বান্ধবীর হাত আছে। পুলিশ অনুযায়ী, দীপ ভিডিও বানাত আর ওই মহিলা বান্ধবী সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করত।

জানিয়ে রাখি, দীপ সিধু একজন পাঞ্জাবি অভিনেতা। ১৯৮৪ সালে পাঞ্জাবের মুক্তসর জেলায় জন্মগ্রহণ করেছিল। দীপ আইন নিয়ে পড়াশোনা করেছিল। দীপ মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় মিস্টার পার্সোনালিটি খেতাব অর্জন করেছিল। প্রথমে মডেলিং করত দীপ, কিন্তু সেখানে সে সফলতা অর্জন করতে পারেনি। ২০১৫ সালে পাঞ্জাবি সিনেমা রমতা যোগী দিয়ে নিজের সিনেমা জীবন শুরু করে সে। ২০১৮ সালের দীপের একটি পাঞ্জাবি সিনেমা খুব হিট হয়। আর সেখান থেকেই সে পরিচিতি পায়।

 

Koushik Dutta

সম্পর্কিত খবর