নাগপুরে হ্যাটট্রিকের পাশাপাশি আরও বেশ কয়েকটি রেকর্ড গড়লেন দীপক চাহার।

রবিবার নাগপুরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ যেন লেখা হয়ে থাকল দীপক চাহার নামে। এই ম্যাচে মাত্র 3.2 ওভার বল করে সাত রান দিয়ে ছয় উইকেট তুলে নিয়েছেন চাহার। আর চাহারের এই বিধ্বংসী বোলিং স্পেলে শেষ হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং। সেই সাথে প্রথম ভারতীয় বোলার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক নেওয়ার নজির গড়লেন দীপক চাহার। বাংলাদেশের ইনিংসের 18 তম ওভারে বল করতে এসে একদম শেষ বলে শাফিউল ইসলাম কে আউট করেন চাহার। আর তারপর 20 তম ওভারে বল করতে এসে প্রথম বলে আউট করে দেন মোস্তাফিজুর রহমানকে, আর দ্বিতীয় বলে আমিনুলকে আউট করার সাথে সাথে আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক করলেন দীপক চাহার। আর চাহারের এই দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ভারত এই ম্যাচটি 30 রানে জিতে নেয়। সেই সাথে ভারত জিতে নেয় টি-টোয়েন্টি সিরিজও।

71997857

এতদিন পর্যন্ত টি-টোয়েন্টি ফরমেটে সবথেকে সুন্দর বোলিং রেকর্ড ছিল শ্রীলঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিসের। 2012 সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র আট রান দিয়ে ছয় উইকেট তুলে নিয়েছিলেন মেন্ডিস। গতকালকের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র সাত রান দিয়ে ছয় উইকেট নিয়ে মেন্ডিসকে টপকে এই তালিকার শীর্ষস্থানে উঠে এলেন দীপক চাহার। অর্থাৎ এই তালিকার প্রথম স্থানে দীপক চাহার, আর দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস। এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন আরেক ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। 2017 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাঙ্গালুরুতে মাত্র 25 রান দিয়ে তুলে ছয় টি উইকেট তুলে নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল।

এখনো পর্যন্ত ভারতের হয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে মোট সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন দীপক চাহার। তার মধ্যে দুটিতে তিনি ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন। তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছেন জাসপ্রিত বুমরাহ। বুমরাহ দেশের হয়ে 42 টি টোয়েন্টি ম্যাচ খেললেও মাত্র দুটি ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর