লক্ষ্মীপুজোয় অঘটন, লাগাতার বৃষ্টিতে ভেঙে পড়ল বাড়ি, মৃত এক শিশু কন্যা-সহ কমপক্ষে ৩, আহত ১০

বাংলাহান্ট ডেস্ক: দেশে বর্ষা চলে গিয়েও যেন যাচ্ছে না। একটানা বৃষ্টিতে ভাসছে রাজধানী নয়াদিল্লি ও আশেপাশের এলাকা। ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। রবিবার রাতে ভারী বৃষ্টির জেরে ঘটে গেল একটি মর্মান্তিক দুর্ঘটনা। একটি বিল্ডিং ভেঙে (Delhi house collapse) তাতে চাপা পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ জনের। এর মধ্যে রয়েছে একটি চার বছরের শিশুও। আহত আরও ৪ জন। মনে করা হচ্ছে, ভেঙে পড়া বাড়িটির ভিতরে আটকে রয়েছেন আরও কয়েকজন। তাঁদের উদ্ধার করার উদ্দেশ্যে সারা রাত চলেছে উদ্ধারকাজ। 

রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ দিল্লির দমকল বিভাগের অফিসে একটি ফোন আসে। ফোনে জানানো হয়, পুরোনো দিল্লির লাহোরি গেটের কাছে একটি দোতলা বাড়ি ভেঙে পড়েছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। রাত ৯টা অবধি চেষ্টা করে ধ্বংশস্তুপ থেকে উদ্ধার করা হয় ৫ জনকে। আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া হয় এলএনজিপি হাসপাতালে। উদ্ধার করা হয় তিনজনের দেহও। জানা গিয়েছে, ভাঙা বাড়ির নীচে চাপা পড়ে মারা গিয়েছে চার বছরের একটি শিশু কন্যা।

ঘটনার বিষয়ে রবিবার মধ্যরাতে দিল্লি সেন্ট্রালের ডিসিপি শ্বেতা চৌহান বলেন, “একটি দোতলা বাড়ি ভেঙে পড়েছে। এমনিতেই বাড়িটি জীর্ণ অবস্থায় ছিল। যে সময় ভেঙে পড়েছিল, ওই সময় অনেকেই ভিতরে ছিলেন। ফলে অনেকেই আহত হয়েছেন। এখনও অবধি ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের পাঠানো হয়েছে এলএনজিপি হাসপাতালে। উদ্ধারকাজ এখনও জারি রয়েছে। এনডিআরএফ-এর ৫টি দল কাজ করছে।”

অন্যদিকে, এনডিআরএফ-এর কম্যান্ডার গৌরব কে পটেল জানিয়েছেন, রাতে ধ্বংস্তুপ থেকে উদ্ধার করা হয়েছে আরও দু’জনকে। যদিও তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে মেডিক্যাল টিম। প্রাথমিক চিকিৎসার পর আহতদের পাঠানো হচ্ছে হাসপাতালে। এর আগে ৯ জনকে উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার দুপুর থেকেই দিল্লি ও সংলগ্ন এলাকায় শুরু হয়েছে একটানা বৃষ্টি। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে জনজীবন। একাধিক জায়গা জলমগ্ন হওয়ার খবর মিলেছে। রাস্তাঘাট, এমনকি ফ্লাইওভারের নীচের অংশগুলিতেও জল জমে গিয়েছে। এছাড়াও উপড়ে পড়েছে বেশ কিছু গাছ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১২ অক্টোবর পর্যন্ত সে রাজ্যে জারি থাকবে বৃষ্টি।

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর