বাংলা হান্ট ডেস্কঃ দেশের রাজধানী দিল্লীতে করোনার সংক্রমণের কারণে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। আর এরই মধ্যে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এক সপ্তাহের জন্য লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিলেন। মুখ্যমন্ত্রী কেজরীবাল বলেন, দিল্লীতে করোনার মামলা বেড়েই চলেছে, আর এই কারণে দিল্লীতে লকডাউন আগামী সোমবার সকাল ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
দিল্লীর মুখ্যমন্ত্রী বলেন, ‘লকডাউনের মধ্যে আমরা খেয়াল করেছি যে, পজিটিভিটি রেট প্রায় ৩৬ থেকে ৩৭ শতাংশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমরা দিল্লীতে এত সংক্রমণের হার আজ পর্যন্ত দেখিনি। তবে বিগত দুই একদিনে সংক্রমণের হার কম হয়েছে আর আজ সংক্রমণের হার ৩০ শতাংশের নীচে নেমেছে।”
আরেকদিকে, এই সময় দিল্লীতে অক্সিজেন নিয়ে চরম সমস্যা দেখা দিয়েছে। আর এর মধ্যে দিল্লীর মুখ্যমন্ত্রী বলেন, দিল্লীতে ৭০০ টন অক্সিজেনের দরকার। কেন্দ্র সরকার আমাদের ৪৮০ টন অতিরিক্ত অক্সিজেন দিচ্ছে, আগামীকাল থেকে আরও কিছু বাড়ানো হবে। কিন্তু এখনও পুরো অক্সিজেন দিল্লীতে এসে পৌঁছাচ্ছে না। শনিবার মাত্র ৩৩০ থেকে ৩৫০ টন অক্সিজেন এসে পৌঁছেছিল।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার