বাংলাহান্ট ডেস্ক : মহিলা চাকরি প্রার্থী অরুণিমা পালকে কামড়ানোর অভিযোগে ইভা থাপার নামক একজন মহিলা পুলিশকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ সূত্র অনুযায়ী, ওই মহিলা পুলিশকর্মী আসলে রাজ্য পুলিশে কাজ করেন। তবে বর্তমানে তিনি কলকাতা পুলিশকে প্রতিনিধিত্ব করছেন এবং ডিসি সাউথের সাথে যুক্ত।
পুলিশের মতে, প্রতিবাদকারীদের সাথে ঝগড়া এবং হাতাহাতির সময়, অরুণিমা পুলিশের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমে ইভার হাতে কামড়ে দেন এবং ইভা সেইকারণে রেগে গিয়ে উল্টে তিনিও কামড় বসান অরুণিমার হাতে। এরপর ইভার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। সেখানে বলা হয় যে, “Human bite at forearm”, অর্থাৎ ইভার কনুই থেকে কব্জির মধ্যে মানুষের কামড়ের দাগ রয়েছে।
পুলিশের বক্তব্য এই যে, হতেই পারে ইভা রেগে গিয়ে তাঁকে কামড়ে দিয়েছেন কিন্তু এ কেমন পুলিশের ভূমিকা? তাঁদের একাংশের মতে, তাঁদের যখন প্রশিক্ষণ বা ট্রেনিং দেওয়া হয়, পাশাপাশি তাঁদের রাগ নিয়ন্ত্রণ করতেও শেখানো হয়। আক্রমণকারীরা আঘাত করলেও যতক্ষণ না ওপর মহল থেকে নির্দেশ আসছে ততক্ষন পাল্টা আক্রমণ বা আঘাত করা যায় না।
কনস্টেবল ইভা থাপার হাতের ছবিটিও সামনে আসলে দেখা যায় তাঁর ডান হাতে কামড়ের লাল দাগ আছে। ওই চাকরি প্রার্থীর কামড়েই এমন দাগ হয়েছে বলে পুলিশের দাবি। অন্যদিকে অরুণিমার দাবি পুলিশ কামড়ানোর পরেও তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয়। এমনকি, জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে বলেও জানা গিয়েছে। তাঁর আরও দাবি রাতের দিকে তাঁর শরীর খারাপ লাগলেও পুলিশ তার কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি।