ভাঁওতাবাজদের পাশে না, মানুষ দিদির পাশেই আছে, রাজনৈতিক দলবদল নিয়ে মন্তব‍্য দেবের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ঘাটালের তৃণমূল (tmc) সাংসদ দেব অধিকারী (dev)। দুবারের লোকসভা সাংসদ এই তারকা এতদিন নিজের অভিনয়ের কাজে ব‍্যস্ত থাকায় প্রচারে নামতে পারেননি। রবিবারই পুরোদমে দলের হয়ে প্রচারে নেমে পড়েন দেব। একদিনেই পূর্ব মেদিনীপুরের উত্তর কাঁথি, দক্ষিণ কাঁথি থেকে রামনগর তিন জায়গায় সভা করেন দেব। তাঁকে দেখতে রাস্তায় নামে জনপ্লাবন।

এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের ক‍্যামেরার মুখোমুখি হয়ে দেবের দৃঢ় মন্তব‍্য, মানুষ এখনো মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের পাশে রয়েছে। কোনো ভাঁওতাবাজদের পাশে নয়। গত বছরে মানুষের জন‍্য অনেক কাজ করেছেন দিদি। হিন্দু মুসলিম কার্ড খেলা হয়নি। শুধুমাত্র উন্নয়ন হয়েছে। আজ তার উদাহরণ হিসাবে এত মানুষের সমর্থন।


দেব আরো বলেন, “আমি যখন ২০১৪ থেকে নির্বাচনী প্রচারে যাই তখনি বলেছিলাম যে ভাল কাজ করবে মানুষ তাকেই ভোট দেবে। মমতা বন্দ‍্যোপাধ‍্যায় যা কাজ করেছেন তা এর আগে কখনো হয়নি। নারী সুরক্ষা থেকে স্কুল, হাসপাতাল, কৃষি, রাস্তাঘাটের উন্নতি হয়েছে। আজকে যারা দুর্নীতির কথা বলছেন তারা গত ১০ বছর ধরে তো এই দলটার সঙ্গেই ছিলেন। আজ হঠাৎ মনে হচ্ছে ওই দলটা ভাল। এর জবাব মানুষ দেবে। ২রা মে আসলেই দেখা যাবে ফের মা মাটি মানুষের সরকারই আসবে।”

সম্প্রতি তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী মন্তব‍্য করেন, বাংলা অভিনয় ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ। তাই কাজ না পেয়েই তারকারা রাজনীতিতে আসছে। এই প্রসঙ্গে দেব বলেন, চিরঞ্জিৎ, হিরণ, যশ সকলেই তাঁর কাছের মানুষ। তাঁরা কে কোন দলে যোগ দিয়েছেন তাতে তাঁর কিছু বলার নেই।

কিন্তু আগে তিনি প্রচারে নামলে প্রশ্ন উঠত, দেব কেন প্রচারে নেমেছে। আর এখন প্রচারে না নামলে প্রশ্ন ওঠে যে কেন নামেনি। ধীরে ধীরে মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন তিনি। অভিনয় জগতে যারা আছেন তারাও মানুষের মধ‍্যে মিশে যেতে চাইছেন সেটা দেখেই তিনি আনন্দিত বলে মন্তব‍্য করেন দেব।

সম্পর্কিত খবর

X