স্বাধীনতা দিবসে উন্মোচিত বঙ্গ সন্তানের বীরগাথা, ‘বাঘা যতীন’ রূপে ধরা দিলেন দেব! চমক প্রথম ঝলকেই

বাংলাহান্ট ডেস্ক: স্বাধীনতা দিবসের আগের সন্ধ‍্যায় ইঙ্গিত দিয়েছিলেন দেব (Dev), কোনো একটা ধামাকা করতে চলেছেন। নিজের জীবন এবং এতদিনের অভিনয় কেরিয়ারের সবথেকে উচ্চাকাঙ্খী প্রোজেক্টের সাক্ষী করাবেন তিনি সকলকে। এমনটাই কথা দিয়েছিলেন। ৭৬ তম স্বাধীনতা দিবসের সকালে প্রতিশ্রুতি পূরণ করলেন দেব। প্রকাশ‍্যে এলেন ‘বাঘা যতীন’ (Bagha Jatin) রূপে।

বাঘা যতীন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যে সকল বিপ্লবীরা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তাঁদের মধ‍্যে অন‍্যতম এই বঙ্গ সন্তান। খালি হাতে শুধু একটা ছোরা নিয়ে বাঘ মেরেছিলেন! এতটাই ছিল তাঁর গায়ের জোর। সেই থেকে নাম বাঘা যতীন। যতীন্দ্রনাথ মুখোপাধ‍্যায়ের বীরগাথা পড়েছি পাঠ‍্য বইতে।

Dev 2
উপন‍্যাস, সিরিয়ালেও উঠে এসেছে বাঘা যতীনের বৈপ্লবিক কার্যকলাপের কাহিনি। এবার পালা বড়পর্দার। যে বিপ্লবীদের রক্ত, ঘাম, প্রাণের বিনিময়ে দীর্ঘ ৭৫ বছর ধরে স্বাধীনতা ভোগ করছি, সেই মহান বিপ্লবীদের শ্রদ্ধা জানানোর জন‍্য স্বাধীনতা দিবসের দিনের থেকে ভাল আর কীই বা হতে পারে?

১৪ অগাস্ট বাঘা যতীনের স্ট‍্যাম্পের ছবি শেয়ার করে দেব টুইট করেছিলেন, ‘সকাল ১১ টায় সময় সেট করে রাখুন, আমার জীবনের অন‍্যতম উচ্চাকাঙ্খী প্রোজেক্টের সাক্ষী হতে।’ কথা মতোই এদিন ‘বাঘা যতীন’ এর প্রথম ঝলক সামনে আনলেন দেব। প্রথম ঝলকেই মনে ছাপ ফেলল ‘বাঘা যতীন’।

কয়েক সেকেন্ডের টিজারটি শেয়ার করে দেব লিখেছেন, ‘যতীন মুখার্জি হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫ তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালীর বীরগাথা, বাংলার বীর- বাঘাযতীন।’ কমেন্টে বক্সে উচ্ছ্বাসের বন‍্যা। কেউ লিখেছেন, আবার একটা ব্লকবাস্টার হবে। আর একজন লিখেছেন, কী দেখালে গুরু! ছিটকে গেলাম!

https://www.instagram.com/p/ChRLoSHPZ1I/?igshid=YmMyMTA2M2Y=

দেবের ‘বাঘা যতীন’ এর গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রির অভ‍্যন্তরে। কিন্তু মুখে কুলুপ এঁটে রেখেছিলেন দেব। পরিচালক অরুণ রায়ের ছবিতে অভিনয় এবং প্রযোজনা করছেন তিনি। পরিচালক আগে জানিয়েছিলেন গত দেড় বছর ধরে তিনি বাঘা যতীনের চিত্রনাট‍্য লিখছেন। এর থেকে বেশি আর কিছুই বলতে রাজি হননি তিনি। তবে শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি ভিএফএক্সের কাজ বেশি থাকবে।

ad

Niranjana Nag

সম্পর্কিত খবর