‘ED কেন এখনও গ্রেফতার করেনি?’, তৃণমূলের শাহজাহানকে নিয়ে এবার পাল্টা রাজ্য পুলিশের ডিজি

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে সন্দেশখালিতে মহিলা নির্যাতনের অভিযোগ মেনেছে পুলিশ। নেওয়া হয়েছে পদক্ষেপও। শনিবার সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali) গণধর্ষণের (Gangrape Charges) ধারা যুক্ত করেছে পুলিশ। সন্দেশখালি ২ নম্বর ব্লকের সভাপতি শিবু হাজরা (Shibu Hazra) ও জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারের (Uttam Sardar) বিরুদ্ধে গণধর্ষণ খুনের চেষ্টার ধারায় মামলা রজু।

পুলিশ সূত্রে খবর, গোপন জবানবন্দিতে এক মহিলা জানিয়েছেন, তৃণমূল নেতা শিবু ও উত্তমের বিরুদ্ধে মহিলা নির্যাতনের একাধিক অভিযোগ ছিল। বসিরহাট মহুকুমা আদালতে সেই মহিলার গোপন জবানবন্দি নেওয়া হয়। সন্দেশখালিকাণ্ডের ২০ নম্বর মামলায় এবার শিবু-উত্তমের বিরুদ্ধে তাই গণধর্ষণের ধারা যুক্ত করল পুলিশ।

শনিবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (DG Rajeev Kumar)। সন্দেশখালির পরিস্থিতি বিচার করে ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ডিজি। আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, কোনওরকম সমস্যা হলে স্থানীয়দের সরাসরি পুলিশের সাথে যোগাযোগ করতে। পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে।

গত মাসে রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। সেই থেকেই সংবাদ শিরোনামে উঠে আসে সন্দেশখালি। তবে সেই মূল অভিযুক্ত শাহজাহানকেই এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এবার শাহজাহানের (Shahjahan Sheikh) গ্রেফতারির প্রসঙ্গেও নিয়েও মুখ খুলল ডিজি। তার সাফ বক্তব্য, শাহজাহানের বিরুদ্ধে ইডি (ED) অভিযোগ দায়ের করেছে। তাহলে ইডি কেন তাকে এখনও গ্রেফতার করেনি? শাহজাহানের গ্রেফতারির দায়িত্ব ইডির বলে মন্তব্য করেন ডিজি রাজীব কুমার।

তিনি আরও বলেন, মহিলা নির্যাতন, ধর্ষণের বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের না হলেও ম্যাজিস্ট্রেটের কাছে এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে মামলা করা হল। পাশাপাশি ৬ ফেব্রুয়ারির আগে সন্দেশখালি নিয়ে কোনও অভিযোগই দায়ের হয়নি বলে দাবি করেন তিনি। জানা গিয়েছে এখনও পর্যন্ত সন্দেশখালি নিয়ে মোট ১৭ টি অভিযোগ দায়ের হয়েছে, যার মধ্যে ৯ শ্লীলতাহানির অভিযোগ। তবে এখনও পর্যন্ত সরাসরি প্রভাবশালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগ জমা পড়েনি বলেই জানা গিয়েছে।

tmc leader sheikh shahjahan

আরও পড়ুন: ‘এমন সুইট, কিউট প্রধানমন্ত্রী আমি আগে দেখিনি’, ‘একবারও বাজে শব্দ বলিনি’, মমতার কথায় থ সকলে

প্রসঙ্গত, গত তিন সপ্তাহ ধরে বাংলার হটস্পট সন্দেশখালি। স্থানীয় এই তৃণমূল নেতাদের (TMC Leaders) বিরুদ্ধে লাগাতার অত্যাচারের অভিযোগ তুলে রাস্তায় নেমে পড়েন সন্দেশখালির মহিলারা। তৃণমূল নেতা শাহজাহান শেখ এবং তার দুই ঘনিষ্ঠ নেতা শিবু হাজরা আর উত্তমের বিরুদ্ধে অত্যাচার, নির্যাতনের ভিযোগে জ্বলে ওঠে গোটা এলাকা। ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন উত্তম ও শিবু। তবে এখনও অধরা শেখ শাহজাহান। সেই শাহজাহান, যার পাশে দাঁড়িয়ে বিরোধীদের বিরুদ্ধে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর