প্যাভিলিয়নে ফেরার সময় ক্ষুদে ভক্তকে অমূল্য উপহার! ধোনির মানবিকতা মন জয় করল সবার

বাংলা হান্ট ডেস্ক: জমে উঠেছে চলতি বছরের IPL (Indian Premier League)। শুধু তাই নয়, প্রায় প্রতিটি ম্যাচেই টিমগুলির রুদ্ধশ্বাস লড়াই ক্রিকেটের এই মেগা টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এদিকে, গত রবিবারে সম্পন্ন হয় ২ টি ম্যাচ। যেখানে, প্রথম ম্যাচে LSG-কে ৮ উইকেটে হারিয়ে ম্যাচ জিতে নেয় KKR। পাশাপাশি দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই এবং চেন্নাই। আর ওই ম্যাচেই রীতিমতো বুড়ো হাড়ে ভেলকি দেখালেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ওই ম্যাচে রোহিত শর্মা ৬৩ বলে ১০৫ রান করে অপরাজিত থাকলেও ম্যাচের পুরো লাইমলাইট রীতিমতো নিজের দিকে টেনে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কারণ, গতকালকের ম্যাচে দর্শকেরা যেন প্রত্যক্ষ করতে পেরেছিলেন পুরনো দিনের সেই বিধ্বংসী মাহিকে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি মাত্র ৪ বলে ২০ প্রাণের একটি ইনিংস খেলেন। যার সুবাদে ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায় চেন্নাই।

আরও পড়ুন: কেন KKR-এর প্রথম একাদশে জায়গা হল না রিঙ্কু সিংয়ের? ফাঁস হল আসল কারণ

এছাড়াও, ওই ম্যাচে ধোনির স্ট্রাইক রেট ছিল ৫০০। ৪ টি বলের মধ্যে তিনি ৩ টি ৬ মারেন। এদিকে, CSK-র ইনিংস শেষ হয়ে যাওয়ার পর আরও একটি মন ভালো করা ঘটনা ঘটিয়ে ফেলেন মাহি। মূলত, তিনি যখন ড্রেসিংরুমের দিকে সিঁড়ি দিয়ে উঠছিলেন তখনই এক কান্ড করে বসেন। আসলে, সিঁড়ি দিয়ে ওঠার সময় তিনি হার্দিক পান্ডিয়াকে যেই বলে ৬ মেরেছিলেন সেটি দেখতে পান।

আরও পড়ুন: এক ট্রেনেই সোজা দক্ষিণ ভারত! নববর্ষের সেরা উপহার পুরুলিয়াকে, বড় ঘোষণা রেলের

এমতাবস্থায়, সেটিকে তুলে নিয়ে তিনি তাঁর এক ক্ষুদে অনুরাগীকে উপহার দেন। আর এই বিষয়টি ধরা পড়েছে ক্যামেরায়। যেটি নিঃসন্দেহে মন জিতে নিয়েছে ধোনির অনুরাগীদের। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ওই ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড় (৬৯) এবং শিবম দুবেও (৬৬*) দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন। আর তারপরেই ধোনির দুর্দান্ত ক্যামিওতে ৬-এর হ্যাটট্রিকের ওপর ভর করে মুম্বইয়ের বিরুদ্ধে ৪ উইকেটে ২০৬ রান দলে চেন্নাই।

যার জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই ২০ ওভারে ১৮৬ রান করতে সক্ষম হয়। ওই ম্যাচে ৬৩ বলে ১০৫ রান করে অপরাজিত ছিলেন রোহিত। পাশাপাশি ঈশান কিষাণ করেন ২৩ রান। এছাড়াও তিলক ভার্মা করেন ৩১ রান এবং টিম ডেভিডের ব্যাট থেকে আসে ১৩ রান। তবে, চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে গিয়ে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া। সূর্যকুমারকে শূন্য রানেই ফিরে যেতে হয়। অপরদিকে হার্দিক পান্ডিয়া করেন মাত্র ২ রান।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর