বিচ্ছেদের পর দু বছর কাটতে না কাটতেই ফের বিয়ের পিঁড়িতে দিয়া মির্জা!

বাংলাহান্ট ডেস্ক: মাত্র দু বছর আগেই বিবাহ বিচ্ছেদ (divorce) হয়েছে দিয়া মির্জার (dia mirza)। প্রযোজক তথা বিজনেস পার্টনার সাহিল সঙ্ঘার সঙ্গে পাঁচ বছরের বিবাহিত জীবনে আচমকাই ভাঙন দেখা দেয় ২০১৯ সালে। এবার ফের বিয়ের (wedding) পিঁড়িতে বসতে চলেছেন দিয়া। আগামী ১৫ ফেব্রুয়ারিই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি।

জানা গিয়েছে, মুম্বইয়ের ব‍্যবসায়ী বৈভব রেখির সঙ্গেই দ্বিতীয় বারের জন‍্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দিয়া। ভ‍্যালেন্টাইনস ডের পরের দিন অর্থাৎ আগামী ১৫ তারিখেই সেই শুভ দিন। ইতিমধ‍্যেই প্রি ওয়েডিং অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে অভিনেত্রীর বাড়িতে। তবে জানা গিয়েছে, ধুমধাম করে বিয়ে হবে না দিয়া ও বৈভবের। বরং দুই পরিবারের সদস‍্যদের উপস্থিতিতেই বিয়ে সারবেন দুজন।


এর আগে থাপ্পড় ছবির প্রচারে এসে স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে দিয়ার বিচ্ছেদ নিয়ে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, স্বামী সাহিলের সঙ্গে বিচ্ছেদের বিষয়টা তিনি ভালভাবেই মেনে নিয়েছেন। ৩৪ বছর আগের স্মৃতিই তাঁকে শক্তি যোগায়।

https://www.instagram.com/p/CLODFvTH9L4/?igshid=r4uxm3hgprqa

দিয়ার কথায়, “একজন তারকা হওয়ার দরুন আমি কোনও বিষয়ে কষ্ট পেতে পারিনা। ৩৪ বছর আগে আমার বাবা মায়ের বিচ্ছেদের থেকে আমি শক্তি পাই। আমি নিজেকে নিজে বলি, যদি আমি সাড়ে চার বছর বয়সে বিষয়টা মেনে নিতে পেরেছিলাম তাহলে এই ৩৭ বছর বয়সে কেন নয়। মানুষ ভয়ের কারনেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে ভয় পায়। মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়া সহজ নয়।”

২০১৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দিয়া ও সাহিল। কিন্তু পাঁচ বছর পর হঠাৎ করেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন দুজন। ২০১৯ সালে বিচ্ছেদের কথা ঘোষনা করে দিয়া জানান, তাঁরা চিরদিনই একে অপরের বন্ধু হয়ে থাকবেন। হয়তো দুজনের রাস্তা এরপর দুটো উলটো দিকে মোড় নেবে। কিন্তু এক সঙ্গে যে পথটা তাঁরা পেরিয়ে এসেছেন তা কখনোই ভুলবেন না।

Niranjana Nag

সম্পর্কিত খবর