জেনে নিন কেমন চলছে ‘দিদিকে বলো’ কর্মসূচী

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক ঃ সম্প্রতি নজরুল মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছেন এক নতুন কর্মসূচির যা নাম হল ” দিদিকে বল “কর্মসূচি। জনসংযোগ বাড়াতে ফোন নম্বর ও নতুন ওয়েবসাইট লঞ্চ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নম্বর এবং ওয়েব সাইটের সাহায্যে এবার আপনি সরাসরি কথা বলতে পারবেন মুখ্যমন্ত্রীর সাথে। শুরুর দিনই নাকি মারাত্মক রকম হিট এই “দিদিকে বলো” কর্মসূচি।
শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য সারা দিনে প্রায় এক লক্ষ মানুষ ফোন করছেন।

একটি টুইট করে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, !” বর্তমানে ২৫০ জনেরও বেশি ২৪ ঘন্টা কাজ করছেন। আপনাদের এই অদ্ভুত পূর্ব সারা সামলানোর জন্য ক্ষমতা বাড়ানো হচ্ছে।

ধৈর্য ধরার জন্য ধন্যবাদ। শুধুমাত্র ফোন নম্বরেই নয় ইতিমধ্যেই ওয়েবসাইটেও প্রায় ৬০ হাজার জনের সাড়া মিলেছে।

X