বিজেপি মন্দিরে যায়, তৃণমূল সেটার নকল করছে! অভিষেককে খোঁচা দিলীপের

বাংলাহান্ট ডেস্কঃ মন্দিরে যাওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ (dilip ghosh)। তাঁর কথায়, ‘বিজেপির মন্দিরে যাওয়ার পরম্পরাকে এবার ফলো করছে তৃণমূল’। এতদিন যাবৎ যে কথা বলে এসেছেন বাম, কংগ্রেস নেতারা, এখন সেই কথাই শোনা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির গলায়।

সোমবার প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক মন্দির সফর নিয়ে দিলীপকে প্রশ্ন করতেই তিনি উত্তর দেন, ‘মন্দিরে যাওয়ার পরম্পরা কাদের ছিল? বিজেপির তো। আর এখন দেখুন সেটাকেই ফলো করছে তৃণমূল। আগে মসজিদে যেতেন। তাতে কাজ না হওয়ায় এখন মন্দিরে যাচ্ছেন’।

bjp vs tmc

বর্তমান সময়ে ত্রিপুরা সফরে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল সেখানে গিয়ে মাতাবাড়ি মন্দিরে পুজোপাঠ করতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এখানেই শেষ নয়। কিছুদিন আগেই গোয়ায় রুদ্রেশ্বর মন্দিরে আসন পেতে বসে পুজো করতে দেখা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার এসব নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। বললেন, বিজেপিকে নকল করছে।

এদিন দিলীপ ঘোষ আরও বলেন, শুধু মন্দির পরম্পরাই নয়, সংগঠন পরিচালনার ক্ষেত্রেও বিজেপিকে নকল করছে তৃণমূল। বিজেপি যেমন কাজের ক্ষেত্রে একটা জেলাকে একাধিক সাংগঠনিক জেলায় ভেঙে সংগঠন পরিচালনা করে, তৃণমূলও এখন ঠিক সেটাই করছে। তারপর সংস্কার অনুযায়ী বিজেপির নেতৃত্বরা যেমন কর্মীদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেন, তৃণমূলও এখন ঠিক সেটাই করছে। এককথায় বিজেপিকে নকল করছে তৃণমূল, এমন অভিযোগ করেন দিলীপ ঘোষ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর