বাংলাহান্ট ডেস্কঃ ‘দলের প্রকৃত সৈনিকরাই দলে থাকবেন, এঁদের আসা যাওয়াতে কোন ক্ষতি হয় না’- সোনালী গুহর (Sonali Guha) বিজেপি (bjp) ছাড়ার প্রসঙ্গে এমনই মন্ত্যব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। তবে এটাই প্রথম নয়, বাংলায় বিজেপির ভরাডুবি এবং তারপর রাজ্যের ৪ হেভিওয়েটকে গ্রেফতারের পরবর্তীতে প্রতিবাদে বিজেপি ছেড়েছেন আরও দুই দলবদলু নেতা।
একুশের বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে দলত্যাগ করে বিজেপিতে আশ্রয় নিয়েছিলেন সাতগাছিয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সোনালী গুহ। কিন্তু এবার উল্টো সুর শোনা গেল তাঁর গলায়। আবারও পুরনো দলেই অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছত্রছায়ায় ফিরতে চাইছেন তিনি।
প্রিয় দিদি @MamataOfficial @AITCofficial pic.twitter.com/ZOtiSvvUSO
— SONALI GUHA (BOSE) (@SONALIGUHABOSE) May 22, 2021
শনিবার সকালে এক ট্যুইট করে সোনালী গুহ লেখেন, ‘সম্মানীয় দিদি, আমার প্রণাম নেবেন। আমি সোনালী গুহ, অত্যন্ত ভগ্ন হৃদয়ে বলছি যে, আমি আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়েছিলাম। ওটা আমার চরম ভুল সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি সেখানে মানিয়ে নিতে পারছি না। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। দিদি আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী। দয়া করে আমাকে ক্ষমা করে দিন’।
এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘নির্বাচনের আগে অনেকেই তাঁদের নানারকম উদ্দেশ্য নিয়ে বিজেপিতে এসেছিলেন। কিন্তু এখন দেখছেন, তাঁদের সেযব আশা পূরণ হওয়ার নয়, তাই চলে যাচ্ছেন। লড়াই করতে ভয় পেয়ে চলে যাচ্ছেন। এখন প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপর আক্রমণ হয়ে চলেছে। শুক্রবারই আক্রান্ত বিজেপি কর্মীর বাড়ি পরিদর্শনে গিয়ে গুরুতর জখম হয়েছেন ঘাটালের বিধায়ক। দলের প্রকৃত সৈনিকরাই দলে থাকবেন, এঁদের আসা যাওয়াতে কোন ক্ষতি হয় না। যারা পাশে থাকার তাঁরা ভবিষ্যতেও থাকবেন’।