বিজেপির হার নিয়ে প্রথমবার মুখ খুললেন দিলীপ ঘোষ, জানালেন কি কারণে এই অবস্থা

বাংলাহান্ট ডেস্কঃ বিরাট আসনের ব্যবধানে আবারও বাংলায় ফিরছে তৃণমূল শাসন। হ্যাট্রিক করলেন মমতা ব্যানার্জি। আবারও হাতে তুলে নেবেন বাংলার শাসন ক্ষমতা। অনেক সভা, রোড শো এমনকি কেন্দ্রীয় মন্ত্রীত্বরা এসেও আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। দলের এই পরাজয়ের পর কিছুটা হতাশ হয়ে পড়লেন দিলীপ ঘোষ (dilip ghosh)।

দিলীপ ঘোষের কথায়, ‘কলকাতা এবং বেশকিছু জেলায় বিজেপির খুব খারাপ ফল হয়েছে। তবে বহু আসনে আবার হাড্ডাহাড্ডি লড়াইও হয়েছে। দেখতে হবে, বিজেপির ইস্যুগুলি মানুষের কাছে কতটা পৌঁছেছে’। আত্মসমীক্ষার প্রয়োজন রয়েছে বলেও মনে করেন বিজেপির রাজ্য সভাপতি।

dilip ghosh1 1613361699

নির্বাচনের পূর্বে দল বদলের হিরিক উঠেছিল। দলে দলে তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীরা, এমনকি কর্মী সমর্থকরা হাতে তুলে নিয়েছিলেন বিজেপির পতাকা। তৃণমূল বড় বড় নেতৃত্বদের দল ছাড়তে দেখে সেই তালিকায় নাম লিখিয়েছিল অনেক সমর্থকরাও। তৃণমূলের হেভিওয়েট নেতৃত্বরা আসার পরও বিজেপির এই ফলাফলে বেশ হতাশ দিলীপ ঘোষ।

তাঁর কথায়, ‘যারা তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন মানুষ তাদের কেন পছন্দ করল না, তা আমাদের এখন পর্যালোচনা করে দেখতে হবে। কোথায় সমস্যা ছিল সেটা জানতে হবে’।

Smita Hari

সম্পর্কিত খবর