মহুয়া মৈত্র কে নিয়ে দিলীপ ঘোষের করা মন্তব্যে ঝড়ের আশঙ্কা

Published On:

 

অমিত সরকার;
শতাব্দি রায়ের টাকা ফেরত এরপর থেকেই রাজনীতির পাড়াগাঁয়ে বেশকিছু গুঞ্জন শোনা যাচ্ছে। তারমধ্যে নবতম সংযোজন দেবশ্রী রায়ের সাথে মহুয়া মৈত্র এর নাম জড়িয়ে যাওয়া।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে তিনি দাবি করেন,“মহুয়া মৈত্র আমাকে বলেছেন দেবশ্রী রায় এখন তৃণমূলেও নেই বিজেপিতেও যেতে পারেননি। বিষয়টা একটু দেখুন। দেবশ্রী আমার বাড়িতে এসেছিলেন। আমি বললাম কে আপনাকে দিল্লি নিয়ে গিয়েছিল? জানতে পারি একটি এনজিও দিল্লি নিয়ে গিয়েছিল তাঁকে।” তখনই দিলীপ ঘোষ দেবশ্রীকে জানান, “আপনি আমাকে না জানিয়ে গিয়ে ঠিক করেননি।” দিলীপ আরও দাবি করেন, ‘‘দেবশ্রী একদিন আমার বাড়িতে আসেন, কিন্তু সেদিন দেখা হয়নি। পরে ওঁকে ডেকে পাঠাই, তখন কথা হয়েছে’’।

X