বাংলাহান্ট ডেস্ক: দিলীপ কুমার (dilip kumar), ভারতীয় চলচ্চিত্রের লেজেন্ড এই অভিনেতার জনপ্রিয়তা এখনো কোনো অংশে ফিকে হয়নি। রবিবার আচমকাই সংবাদ শিরোনামে উঠে আসেন দিলীপ কুমার। শ্বাসকষ্টের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয় বর্ষীয়ান অভিনেতাকে। উদ্বিগ্নতার প্রহর কাটিয়ে অবশেষে খবর মেলে আপাতত স্থিতিশীল আছেন অভিনেতা।
হিন্দি সিনেমার একজন অন্যতম পথপ্রদর্শক দিলীপ কুমার। ৯৮ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতাকে একাধিক নামে বিখ্যাত চলচ্চিত্র জগতে। ভারতের প্রথম ‘মেথড অভিনেতা’, ট্র্যাজেডি কিং ছাড়াও আরো একটি পরিচয় রয়েছে দিলীপ কুমারের। সেটি তাঁর আসল পরিচয়।
হ্যাঁ, দিলীপ কুমার তাঁর আসল নাম নয়। অভিনয় জগতে পা রেখে এই নামটি গ্রহণ করেন তিনি। অভিনেতার আসল নাম মহম্মদ ইউসুফ খান (Muhammad Yusuf Khan), যা অনেকেই জানেন না। তাঁর প্রথম ছবি ‘জোয়ার ভাঁটা’র প্রযোজক দেবিকা রানির পরামর্শে এই নামটি বদলে দিলীপ কুমার রাখেন অভিনেতা।
কিন্তু হঠাৎ নাম বদলানোর প্রয়োজন পড়ল কেন? অবশ্য অভিনয় জগতে এসে নাম পরিবর্তন করার প্রথাটা নতুন নয়। পুরনো দিনের বা হাল আমলের অনেক অভিনেতা অভিনেত্রীই অভিনয় জীবনে পা রেখেই বদলে ফেলেছেন নাম। অনেক সময় তা বেশি আকর্ষণীয় নাম পাওয়ার জন্য বা ইন্ডাস্ট্রিতে একই নামের অন্য শিল্পী থাকলেও বদলানো হয়েছে নাম। তবে দিলীপ কুমারের নাম বদলানোর নেপথ্যের কারণটা বেশ অন্যরকম।
নিজের আত্মজীবনীতে এই বিষয় নিয়ে লিখেছেন অভিনেতা। তিনি জানান, প্রথমে দেবিকা রানিই তাঁকে নাম বদলানোর পরামর্শ দেন। বলিউডে তাঁর অভিষেকের আগে এমন একটি নাম তাঁকে নিতে বলেন যে নামে দর্শক তাঁকে চিনবে। স্ক্রিনে তাঁর রোম্যান্টিক আন্দাজের সঙ্গে মিলিয়ে ‘দিলীপ কুমার’ নামটি তিনিই পছন্দ করেন।
তবে নাম পরিবর্তন করার পেছনে একটি প্রধান কারণ ছিল বাবার মারের হাত থেকে বাঁচা। দিলীপ কুমার নিজের আত্মজীবনীতে লেখেন, তাঁর বাবা অভিনয় পেশার একেবারে বিরোধী ছিলেন। এসব ‘নাটক’ মনে হত তাঁর। উপরন্তু বন্ধুপুত্র রাজ কাপুর অভিনয়ে পা রাখায় আরোই অসন্তুষ্ট হয়েছিলেন তিনি।
পরে এক সাক্ষাৎকারে দিলীপ কুমার জানিয়েছিলেন, বাবার মারের হাত থেকে বাঁচার জন্যই এই কাণ্ড করেছিলেন তিনি। তবে পরে অবশ্য বাবা মেনে নিয়েছিলেন ছেলের পছন্দ। শীঘ্রই অভিনয় ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা হয়ে উঠেছিলেন দিলীপ কুমার।