রুদ্ধশ্বাস IPL-এ জমজমাট লড়াই, রিঙ্কুর এই রেকর্ড ভেঙে দিলেন দীনেশ কার্তিক

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে IPL (Indian Premier League)-এর রুদ্ধশ্বাস লড়াই। শুধু তাই নয়, এখন প্রতিটি ম্যাচই হয়ে উঠছে জমজমাট। এমতাবস্থায়, খেলোয়াড়রাও দেখাচ্ছেন অনবদ্য সব পারফরম্যান্স। সেই রেশ বজায় রেখেই দীনেশ কার্তিক (Dinesh Kartik) এবার দুর্দান্ত পারফর্ম করে জয় এনে দিলেন RCB (Royal Challengers Bengaluru) -কে।

উল্লেখ্য যে, দীনেশ কার্তিক বর্তমানে টিম ইন্ডিয়ার বাইরে থাকলেও IPL-এর ময়দানে তাঁর ব্যাট কিন্তু জ্বলে উঠেছে। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দীনেশ কার্তিক শেষ ওভারে দলকে জয় এনে দেন। আর এরই মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন KKR তারকা রিঙ্কু সিংয়ের রেকর্ড। যদিও, ওই নজিরে এখনও প্রথম স্থানে রয়েছেন শিমরান হেটমায়ার।

Dinesh Karthik broke this record of Rinku Singh.

ডেথ ওভারে সবচেয়ে বেশি রান করেছেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ২০২২-এর IPL-এর পর এই বছর এখনও পর্যন্ত যে ৬ টি ম্যাচ খেলা হয়েছে সেগুলির ক্ষেত্রে শেষ চার ওভারে অর্থাৎ ডেথ ওভারে সবচেয়ে বেশি রান করার নজির রয়েছে শিমরন হেটমায়ারের। ডেথ ওভারে তিনি ১৯৭.৪২ স্ট্রাইক রেটে ৩৮৩ রান করেছেন।

আরও পড়ুন: নবরাত্রির কয়েক ঘন্টা আগেই ঘটবে বছরের প্রথম সূর্যগ্রহণ! ভাগ্যের চাকা ঘুরবে এই ৫ রাশির

অর্থাৎ, শুধুমাত্র ১৭ থেকে ২০ ওভারের মধ্যেই তিনি এই রান করেছেন। এই নির্দিষ্ট সংখ্যক ওভারকেই T20-তে “ডেথ ওভার” বলা হয়। এদিকে, এই নজিরের হেটমায়ারের পর দ্বিতীয় স্থানে উঠে এসেছেন দীনেশ কার্তিক। এই সময়ের মধ্যে, তিনি ২০৩.২৭ স্ট্রাইক রেটে ৩৭২ রান করেছেন। যেখানে রিঙ্কু সিং ১৯৫ স্ট্রাইক রেটে ৩৫১ রান করেছেন। এই তালিকায় রিঙ্কুর পরে চতুর্থ স্থানে রয়েছেন টিম ডেভিড। যিনি করেছেন ২৮০ রান। পাশাপাশি, পঞ্চম স্থানে রয়েছে ডেভিড মিলারের নাম। তিনি করেছেন ২৮৫ রান।

আরও পড়ুন: জাহাজের ধাক্কায় বেসামাল, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিখ্যাত ব্রিজ! ভাইরাল ভিডিও

কার্তিক ১০ বলে ২৮ রান করেন: উল্লেখ্য যে, গত সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১০ বলে ২৮ রান করেছিলেন দীনেশ কার্তিক। তাঁর ওই ইনিংসে ছিল ৩ টি চার ও ২ টি ছক্কা। তাঁকে যোগ্য সঙ্গত দেন ইম্প্ল্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামা মহিপাল লোমরর। মহিপাল ৮ বলে ২ টি চার ও একটি ছক্কার মাধ্যমে ১৭ রান করেন। আর এই দু’জনের বিস্ফোরক ব্যাটিংয়ের সুবাদে চার বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় RCB। প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে RCB। IPL-এ প্রথম ম্যাচেই চেন্নাইয়ের কাছে হেরে যান ফাফ ডু প্লেসিসরা। তবে, পাঞ্জাবকে হারিয়ে ২ টি পয়েন্ট সংগ্রহ করেছে RCB।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর